রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্যের উপর আরও চাপ বাড়াতে নতুন কৌশল নিল বিজেপি। এবার ঘরে ফিরতে না পারা পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজনদের নিয়ে এসে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। সোমবার বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরানোর দাবি নিয়ে সব জেলায় মহকুমা শাসকের অফিসের সামনে সামাজিক দূরত্ব মেনে অবস্থান-বিক্ষোভ করবে গেরুয়া শিবির। সেখানে নিয়ে আসা হবে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে পরিজনদের ফেরানোর দাবি রাজ্য সরকারের কাছে জানাবে পরিবারের লোকজন।
একদিকে রাজ্য সরকারকে চাপে রাখা অন্যদিকে শাসকদল তৃণমূলকে রাজনৈতিক ভাবে চাপ দেওয়াই কৌশল বিজেপির। এদিকে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় রবিবার বলেছেন, মুম্বই থেকে বাংলার শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের থেকে সাতটি ট্রেনের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ এখনও ১টি ট্রেনেরও অনুমতি দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফড়ণবিস বলেছেন, “দিদি দ্রুত অনুমতি দিন, যাতে পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে ফিরতে বাধ্য না হন।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ভিডিও বার্তা থেকে স্পষ্ট, মহারাষ্ট্র থেকে বাঙালি শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে বিভ্রান্তি কাটল না।
[আরও পড়ুন: রাজ্যকে আর মুসুর ডাল পাঠাতে পারবে না নাফেড, জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্থা]
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “রেলমন্ত্রক রাজ্যের জন্য আটটি ট্রেনের ব্যবস্থা করেছে। আর রাজ্যের মন্ত্রীরা চিৎকার-চেঁচামেচি করে কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপাতে ব্যস্ত। কিন্তু নিজেরা কিছুই করছে না। মুখ্যমন্ত্রীও লুকিয়ে পড়েছেন।”
[আরও পড়ুন: সম্বল মাত্র পঞ্চাশ টাকা, ১৩ দিন সাইকেল চালিয়ে বিহার থেকে বাংলায় যুবক]
The post শ্রমিকদের পরিজনদের সঙ্গে নিয়ে বিক্ষোভ, রাজ্যকে চাপে ফেলতে কৌশল বঙ্গ বিজেপির appeared first on Sangbad Pratidin.
