shono
Advertisement

রাজ্যের সব স্কুলে কি বাধ্যতামূলক হচ্ছে বাংলা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

দিন কয়েক আগে খবর ছড়ায়- রাজ্যের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে।
Posted: 01:56 PM Aug 09, 2023Updated: 03:44 PM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সমস্ত স্কুলে কি বাংলা ভাষা বাধ্যতামূলক হবে? সেই ধন্দ কাটিয়ে স্পষ্ট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকার স্কুলস্তরে থ্রি ল্যাঙ্গুয়েজ বা তিন ভাষা ফর্মুলা নিয়ে ভাবনাচিন্তা করছে। যেখানে প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement

দিন কয়েক আগে ক্যাবিনেটে স্কুলের ভাষানীতি নিয়ে আলোচনা হয়। তারপরই খবর ছড়ায়- রাজ্য়ের সমস্ত স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বুধবার ঝাড়গ্রামের সরকারি সুবিধাপ্রদান অনুষ্ঠান থেকে সেই বিতর্কে জল ঢাললেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, “কেউ কেউ ভাষা নিয়ে উলটোপালটা বলছে। আমরা সেটা বলিনি। এটা নয় যে কারও উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটে আমরা তিন ভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছি।” কী এই তিন ভাষানীতি?

[আরও পড়ুন: শাড়ি পরালেন বীরবাহা, ঝাড়গ্রামে আদিবাসী ছন্দে পা মেলালেন মমতা, বাজালেন ধামসাও]

মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলায় বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুল। বাকি দুটো নিজের ইচ্ছেমতো নিতে পারে। ধরুন কেউ বাংলা মিডিয়ামে পড়ে। তার তো প্রথম ভাষা বাংলা। বাকি দুটো ভাষা যা ইচ্ছে নিতে পারে। কোনও অসুবিধা নেই। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি তাদের প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় পড়বে। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে।” তাঁর সাফ কথা, “থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় প্রথম ভাষা নিজের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় ও তৃতীয় ভাষা যা ইচ্ছে হতে পারে। এটা নিয়ে ভুল তথ্য প্রচার করবেন না।”

[আরও পড়ুন: শাড়ি পরালেন বীরবাহা, ঝাড়গ্রামে আদিবাসী ছন্দে পা মেলালেন মমতা, বাজালেন ধামসাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement