shono
Advertisement
Birbhum

নানুরে শহিদ স্মরণ মঞ্চে তৃণমূলের ‘তরমুজ’দের সতর্কবার্তা কাজলের, গরহাজির অনুব্রত

পাপুড়ি গ্রামের সভায় হাজির হয়েছিলেন মন্ত্রী মলয় ঘটক।
Published By: Amit Kumar DasPosted: 05:31 PM Mar 29, 2025Updated: 05:31 PM Mar 29, 2025

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: নানুরে শহিদ স্মরণের মঞ্চ থেকেই জেলার তৃণমূলের ‘তরমুজ’দের সতর্ক করলেন সভাধিপতি কাজল শেখ। শহিদদের সমবেদনা জানাতে নানুরের পাপুড়িগ্রামে রমজান মাসের শেষ জুম্মার দিনেও ভিড়ে ঠাসা ছিল। তবে অদ্ভুতভাবে শুক্রবার সভায় মন্ত্রী মলয় ঘটক, রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া জেলার আর কাউকেই সভায় দেখা যায়নি। বেশ কিছুদিন ধরেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও সভাধিপতি কাজল শেখের যে দ্বন্দ্ব ছিল এই মঞ্চ থেকেই মেটার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু দ্বন্দ্ব যে রয়েই গেল এদিনের সভা থেকেই তা স্পষ্ট। কারণ, অনুব্রতর অনুপস্থিতি। এছাড়াও জেলার কোর কমিটির সদস্য তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষও ছিলেন না।

Advertisement

শহিদ সভার মঞ্চ থেকেই কাজল শেখ বলেন, ‘‘২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনেকে জেলায় তরমুজের মতো কাজ করছেন। যাঁদের উপরে সবুজ ভিতরে গেরুয়া অথবা লাল। যাঁরা এতদিন পাঁচিলে বসে ভেবেছিলেন তৃণমূল থাকবে কি যাবে। তৃণমূল আছে ও ভবিষ্যতেও থাকবে। তরমুজ অথবা কুমড়োদের চিহ্নিত করা হয়েছে। রাজ্য থেকেও প্রতি মুহূর্তে তাঁদের চিহ্নিতকরণ করা হচ্ছে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’ এককথায় দলীয়-কর্মী সমর্থকদের মঞ্চ থেকেই সতর্ক করেন কাজল শেখ।

প্রসঙ্গত, ২০২০ সালে ২৮ মার্চে শেখ বদরুজ্জামান ওরফে সাজু এবং ২০০৩ সালে লবু শেখ কাজল শেখের দুই দাদাকে নির্মমভাবে খুন করে সিপিএমের হার্মাদরা। সুচপুরের গণহত্যা থেকে শুরু করে নানুরে বিভিন্ন সময়ে খুন হওয়া শহিদদের এদিন স্মরণ করা হয়। মন্ত্রী মলয় ঘটক জানান, ‘‘প্রথমদিন থেকেই শহিদ পরিবারগুলির পাশে রয়েছি। অনেক লড়াই করেই নানুরে শান্তি ফিরেছে। শহিদ হতে হয়েছে অনেকেই। অনেকেই জানেন না, অনেকে মনে রাখেন না। তবে বিজেপি থেকে সতর্ক থাকতে হবে সকলকেই। ওরা যে কোনও প্রকারে ক্ষমতায় আসতে চাইছে। স্মরণে রাখতে হবে যে লড়াইয়ের জন্য নানুরে এতগুলো প্রাণ গিয়েছে, শহিদ হয়েছেন। সেই লড়াই জারি রাখতে হবে।’’

যদিও এদিনের সভায় একমাত্র লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ পূর্ব নির্ধারিত কাজের জন্য বাইরে আছেন বলেই জানিয়েছেন। বাকিরা এই সভায় কেন উপস্থিত এই নিয়েই জল্পনা ছড়িয়েছে। তবে কাজলের কথা অনুযায়ী বীরভূমে তরমুজ কারা এই নিয়েই বিতর্ক ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement