shono
Advertisement

আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা

সৌজন্যের রাজনীতির বার্তা দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী৷ The post আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:09 PM Apr 29, 2019Updated: 05:09 PM Apr 29, 2019

ভাস্কর মুখোপাধ্যায় ও দীপঙ্কর মণ্ডল: কথায় বলে ‘রাজনীতিতে কবে কে শত্রু, কবে কে বন্ধু, তা বোঝা মুশকিল’৷ কিছুদিন আগে পর্যন্ত যাঁর বিরুদ্ধে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতেন, সোমবার সেই অনুব্রত মণ্ডলের সঙ্গেই দেখা করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ কেবল দেখাই করলেন না তিনি, পাশাপাশি পাত পেড়ে খেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতার পার্টি অফিসে৷ চেখে দেখলেন আলু পোস্ত৷ প্রকাশ্যেই দলত্যাগী অনুপমকে আবার দলে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিতে শোনা গেল বীরভূমের ‘কেষ্ট দা’র গলায়৷ এবং এই ঘটনাকে বিজেপির সৌজন্যের রাজনীতি বলে দাবি করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী৷

Advertisement

[ আরও পড়ুন: বুথ পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তৃণমূল]

তৃণমূলে থাকাকালীন অনুব্রত মণ্ডলের সঙ্গে অনুপম হাজরার সম্পর্ককে ‘আদায়-কাঁচকলা’য় বলেই বর্ণনা করত রাজনৈতিক মহল৷ একাধিকবার বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা গিয়েছে তাঁকে৷ বিশ্বভারতীয় প্রাক্তন এই অধ্যাপক অভিযোগ করেছেন, অনুব্রত মণ্ডলের জন্যই নাকি দলের মধ্যে একঘরে হয়ে পড়েছিলেন তিনি৷ দূরত্ব বেড়েছিল দলনেত্রীর সঙ্গে৷ শেষে লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় অনুপমকে৷ তিনি বিজেপিতে যোগ দেন৷ এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির৷ এরপর এদিন যে ঘটনা দেখল রাজনৈতিক মহল তাতে তুঙ্গে জল্পনা৷ একদিকে যখন রাজ্যে এসে মোদি বলছেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন৷ তখন বিজেপি প্রার্থীর অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ করাকে অবশ্যই কৌশলী চাল বলে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন: ‘আমার সঙ্গে তৃণমূলের ৪০ জন বিধায়ক যোগাযোগ রেখেছে’, বিস্ফোরক মোদি ]

এদিন অনুব্রতর সঙ্গে দেখা করার কারণ বর্ণনা করতে গিয়ে অনুপম জানান, ‘‘কয়েকদিন আগেই অনুব্রত কাকুর মায়ের মৃত্যু হয়৷ তখনও আমি ফোন করেছিলাম৷ তবে আসতে পারিনি৷ আজ ভোট দিতে এসে দেখা করে গেলাম৷’’ তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিক দল আলাদা হলেও সৌজন্য বজায় রাখাটা দরকার৷ কে কোনও দল এক্ষেত্রে আমার কাছে কিছু মানে রাখে না৷ সৌজন্য বজায় রাখাটাই আসল৷’’

The post আলু পোস্ত খাইয়ে অনুপমকে দলে ফেরানোর বার্তা অনুব্রতর, তুঙ্গে জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement