shono
Advertisement

নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে নাম না করে তৃণমূলকে দুষলেন ভারতী

আগে তৃণমূল করলেও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন মৃত মহিলা। The post নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে নাম না করে তৃণমূলকে দুষলেন ভারতী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Jun 15, 2019Updated: 09:20 PM Jun 15, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: হাসনাবাদের তকিপুরে খুন হওয়া দলীয় কর্মী সরস্বতী দাসের বাড়িতে গেলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হন সরস্বতী দাস। আগে তৃণমূলের হয়ে কাজ করতেন ওই মহিলা। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন- মন্ত্রপূত চাল খাইয়ে চোর ধরার চেষ্টা! গুরুতর অসুস্থ ৫০ জন পড়ুয়া]

বিজেপির অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পরেই দলবদল করার জন্য খুনের হুমকি আসত ফোনে। এরপর বৃহস্পতিবার খুন করা হয় তাঁকে। শনিবার সন্ধ্যায় সরস্বতীর বাড়িতে আসেন প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দেখা করেন সরস্বতী দাসের স্বামী, ছেলে ও মেয়ের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন কীভাবে খুন করা হয়েছে ওই কর্মীকে এবং কারা জড়িত আছে। এরপরই নাম না করে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, “পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মৃতের বাড়ির লোকেরা। বলছেন, তারা ঠিকমতো তদন্ত করছে না। ঘটনাস্থলে পুলিশ কুকুরও নিয়ে আসা হয়নি।”

[আরও পড়ুন- বালি ও কয়লা থেকে টাকা তোলা ব্যক্তিদের সুরক্ষা দেব না, হুঁশিয়ারি শুভেন্দুর]

মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর সন্ধে ছ’টা নাগাদ হাসনাবাদ থানার ওসির সঙ্গে কথা বলেন ভারতী ঘোষ। পুলিশ সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া চলছে। সবদিক খতিয়ে দেখে এগোনো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধেবেলা বাড়িতে একাই ছিলেন তকিপুর কাঠগোলা পাড়ার বাসিন্দা সরস্বতী দাস (৩৭)। রাতে তাঁর স্বামী শুভঙ্কর বাড়ি ফিরে দেখেন, উঠোনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মাথায় গভীর ক্ষত। পরে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির।

The post নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে নাম না করে তৃণমূলকে দুষলেন ভারতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement