shono
Advertisement

জেলাশাসককে হুমকি মামলায় আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতার

সিউড়ি থানায় মামলা দায়ের৷ The post জেলাশাসককে হুমকি মামলায় আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:13 PM Sep 06, 2018Updated: 09:15 PM Sep 06, 2018

নন্দন দত্ত, সিউড়ি: খোদ জেলাশাসককে হুমকি দেওয়ার ঘটনায় রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু-সহ চার বিজেপি নেতা হাজিরা দিলেন সিউড়ি আদালতে৷ গ্রেপ্তারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বিজেপি নেতারা৷

Advertisement

[টাকা চাইতে গিয়ে বিবাদ, বাবাকে বঁটির কোপ ছেলের]

গত ২১ জুন বিজেপির পক্ষ থেকে জেলাশাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল। কর্মসূচিতেই রাজ্য বিজেপির তরফে হাজির ছিলেন শমীক ভট্টাচার্য ও সায়ন্তন বসু।  জেলাশাসকের দপ্তরে সামনে দাঁড়িয়ে তাঁকেই হুমকি দেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।  বলেন, ‘‘আমরা যে দিন ক্ষমতায় আসব সেই দিন যদি মশারি টাঙ্গানো থাকে, তাহলে সেই মশারি আগুন লাগিয়ে দেওয়া হবে। সেই দিন যদি সেই মশারি রক্ষা করার চেষ্টা করেন জেলাশাসক, তাহলে সেই আগুনে তাঁকেও পুড়তে হবে৷’’  বীরভূমের গ্রামে গ্রামে মশারি টাঙানোর কথা বলেছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷

[বিপুল পরিমাণ অস্ত্র-সহ পাহাড়ে গ্রেপ্তার গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা]

এই বিস্ফোরক মন্তব্য করার পর পুলিশের পক্ষ থেকে সিউড়ি থানায় একটি মামলা রুজু করা হয়৷ বৃহস্পতিবার সিউড়ি আদালতে আত্মসমপর্ণ করে আগাম জামিনের আবেদন করেন সায়ন্তন বসু-সহ জেলার চারজন বিজেপি নেতা৷ তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক৷ বিজেপি সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা সকলেই  আত্মসমর্পণ করেছিলাম সিউড়ি আদালতে৷ আদালতের এই সিদ্ধান্ত আমরা খুশি৷’’ যদিও এই মামলার অন্য তিন অভিযুক্ত শমীক ভট্টাচার্য, সমীরণ সাহা, জয়ন্তী দেবী জামিন নেননি৷

[মোমোর মৃত্যুফাঁদে বেলডাঙার যুবক, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

The post জেলাশাসককে হুমকি মামলায় আদালতে আত্মসমর্পণ বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement