পলাশ পাত্র, তেহট্ট: ভোট গণনায় কারচুপি হয়েছে। তাই বিজেপির দুই প্রার্থী হেরে গিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে কালীগঞ্জ থানার দেবগ্রাম পঞ্চায়েতে তালা তুলিয়ে দিল বিজেপি। একই সঙ্গে বিজেপির পতাকাও পঞ্চায়েতের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় দেবগ্রামে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের মধ্যে পারদ চড়ছে। ভোট গণনার পরেরদিন থেকে পঞ্চায়েতে তালা ঝোলানো হয়।
[প্রথমবারেই বাজিমাত, জেলা পরিষদে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী রানাঘাটের গৃহবধূ]
স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২৮ আসনের দেবগ্রাম পঞ্চায়েতে তৃণমূল-১৪, বিজেপি-১৩ ও সিপিএম-১ টি আসন দখল করেছে। এই অবস্থায় ১৭ ও ১৮ সংসদে বিজেপির দাঁড়ানো দুই প্রার্থীকে তৃণমূলের লোকজন কারচুপি করে হারিয়েছে। এই অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝুলি দেয় বিজেপির লোকজন। বিজেপি নেতা আশিষ ঘোষ বলেন, ‘১৭ ও ১৮ সংসদে বিজেপির দুই প্রার্থীকে তৃণমূলের লোকজন কারচুপি করে হারিয়েছে। ওরা যখন গণনায় জিতে গিয়েছে তখন বলা হয় তৃণমুল প্রার্থী জিতে গিয়েছে। আমরা বিষয়টি বিডিওকে জানিয়েছি। এই ঘটনার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পতাকা লাগিয়ে পঞ্চায়েতে তালা দিয়েছে।’
[গভীর রাতে ছাত্রীদের শ্লীলতাহানি করল ‘ভূত’, কাঠগড়ায় স্কুলের ওয়ার্ডেন]
তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে কালীগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, ‘কোনও কারচুপির ঘটনা ঘটেনি। কটা পঞ্চায়েত জিতে বিজেপি উন্নয়নের কাজে বাঁধা দিচ্ছে। মানুষ সব দেখছে। এর যোগ্য জবাব তাঁরা দেবেন।’ ঘটনা প্রসঙ্গে বিডিও নাজির হোসেন বলেন, ‘আমার কাছে পঞ্চায়েতে কাজ করা কর্মীরা এসেছিলেন। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পঞ্চায়েতের প্রধানকেও জানাব।’
The post গণনায় কারচুপির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা দিল বিজেপি appeared first on Sangbad Pratidin.
