shono
Advertisement

মিড ডে মিলে ফ্যান ভাত আর নুন! ২৫ হাজার টাকার ডিমের হিসেবে গরমিল চুঁচুড়ার স্কুলে

কাঠগড়ায় চুঁচড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়৷ The post মিড ডে মিলে ফ্যান ভাত আর নুন! ২৫ হাজার টাকার ডিমের হিসেবে গরমিল চুঁচুড়ার স্কুলে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Aug 19, 2019Updated: 12:11 PM Aug 20, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: মিড ডে মিলের টাকায় পড়ুয়াদের জন্য কেনা হয়েছিল ডিম৷ কিন্তু তা পাত পর্যন্ত পৌঁছয়নি৷ কোনও অজ্ঞাত কারণে তার আগেই নিখোঁজ হয়ে গিয়েছে৷ ফলে ছাত্রীদের খাদ্য তালিকায় স্থান পয়েছে ফ্যান ভান ও নুন৷ সোমবার চুঁচুড়ার বালিকা বাণী মন্দির বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখে চমকে উঠলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ অভিযোগ করলেন, মিড ডে মিলের টাকা লুট করছে  স্থানীয় তৃণমূল নেতারা৷ শিশুদের খাবার নিয়ে স্কুলে স্কুলে দুর্নীতি চলছে৷ যদিও অভিযোগ মানতে নারাজ স্কুল পরিচালন সমিতির প্রধান তথা চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়৷ বরং, এই ঘটনায় অন্তর্ঘাতের সাফাই দিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: বয়স্কদের সাহায্যের নামে টাকা হাতানোর অভিযোগ, ধৃত প্রতারণা চক্রের ৪ পাণ্ডা]

এদিন স্কুল পরিদর্শনের পর লকেট চট্টোপাধ্যায় জানান, বহুদিন ধরেই চুঁচুড়ার বালিকা বাণী মন্দির বিদ্যালয় সম্পর্কে তাঁর কাছে অভিযোগ আসছিল৷ তিনি জানতে পারেন, সরকারের দ্বারা প্রস্তাবিত খাদ্য কেনা হলেও, তা পড়ুয়ারা পাচ্ছে না৷ কয়েকদিন আগে ২৫ হাজার টাকার ডিম কেনা হলেও তা পৌঁছয়নি পড়ুয়াদের পাত পর্যন্ত৷ এমনকী, ২৫৬ বস্তা চালেরও হদিশ নেই স্কুল কর্তৃপক্ষের কাছে৷

এরপরই শুক্রবার হঠাৎ ওই স্কুলে পৌঁছে যান হুগলির সাংসদ৷ মিড ডে মিল পরিবেশনের সময় পড়ুয়াদের জন্য নির্ধারিত খাবার দেখে চমকে যান তিনি৷ দেখেন কেবলমাত্র ফ্যান ভাত ও নুন পরিবেশন করা হচ্ছে পড়ুয়াদের৷ এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী৷ স্কুলের শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি৷ অভিযোগ করেন, দীর্ঘ কয়েক মাস ধরে এখানে মিড ডে মিল নিয়ে বড় দুর্নীতি চলছে৷ ২৫ হাজার টাকার ডিম ও ২৫৬ বস্তা চালের কোনও হদিশ দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ৷ স্কুল পরিচালন কমিটির মাথারা টাকা লুট করছে৷ বিশাল বড় চুরি হচ্ছে৷ ঘটনার সঙ্গে তৃণমূলের মাথারা জড়িত রয়েছে৷ এখানেই শেষ নয়, এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান লকেট চট্টোপাধ্যায়৷ বলেন, ‘‘কন্যাশ্রীর জন্য মুখ্যমন্ত্রী বিশ্বসেরার সম্মান আনছেন, এদিকে তাঁর রাজ্যের কন্যারা খেতে পাচ্ছে না৷’’ সমগ্র ঘটনার তদন্ত চেয়ে হুঁশিয়ারি দেন হুগলির সাংসদ৷ স্পষ্ট জানান, শেষ দেখে ছাড়ব৷

[ আরও পড়ুন: স্টেশনে কাঁচি নিয়ে যুবতীর উপর হামলা, চাঞ্চল্য বেলুড়ে ]

এমনকী, ঘটনার দায় স্কুল পরিচালন সমিতির প্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের উপরেই চাপিয়েছেন অধিকাংশ শিক্ষিকা৷ যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গৌরীশংকর মুখোপাধ্যায়৷ উলটে, শিক্ষিকাদের উপরে দোষ চাপিয়েছেন তিনি৷ সাফাই দিয়ে জানিয়েছেন, তৃণমূলকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে৷ এই ঘটনা অন্তর্ঘাতের ফল৷ বিষয়টি শিক্ষামন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

The post মিড ডে মিলে ফ্যান ভাত আর নুন! ২৫ হাজার টাকার ডিমের হিসেবে গরমিল চুঁচুড়ার স্কুলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement