অর্ণব দাস, বারাকপুর: তৃণমূলের পথ অনুসরণ করছে বিজেপি! ভূতুড়ে ভোটার ধরতে পথে নেমেছে গেরুয়া শিবিরও। নোয়াপাড়া বিধানসভার গারুলিয়ায় এবার শাসক দলের পাশাপাশি ভোটার লিস্টে ভূত থাকার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল গেরুয়া শিবির। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্যজুড়ে ভোটার লিস্ট খতিয়ে দেখে ভূত বাছাইয়ের কাজ শুরু করেছে শাসক দল। স্ক্রুটিনিতে একাধিক এলাকায় ভূতুড়ে ভোটার থাকার অভিযোগও তুলেছে তৃণমূলের নেতাকর্মীরা। এবার নোয়াপাড়া বিধানসভার গারুলিয়ায় শাসক দলের পাশাপাশি ভোটার লিস্টে ভূত থাকার অভিযোগ তুলেছে বিজেপিও। শাসক দলের পাশাপাশি সেখানের ভোটার লিস্ট স্ক্রুটিনিতে বহু মৃতের নাম পেয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির।
মঙ্গলবার এনিয়ে বারাকপুর সাংগাঠনিক জেলা সম্পাদক কুন্দন সিং অভিযোগ তুলে বলেন, "জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় আমরা দেখছি চার-পাঁচ বছর আগে মারা গিয়েছে এমন লোকের নাম রয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে ৫০ জন করে মৃতের নাম পাওয়া গিয়েছে। এদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ। কিন্তু দেয়নি।" এই ভোটারদের নামে তৃণমূল ছাপ্পা দেয় বলেও অভিযোগ তাঁর।
নির্বাচন কমিশনকে নিশানা করাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। দলীয় স্তরে তিনবার ভোটার লিস্টের স্ক্রুটিনি হয়েছে জানিয়ে, গরুলিয়া টাউন তৃণমূল সভাপতি গৌতম দত্ত বলেন, "ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী সর্বপ্রথম সরব হন। পরবর্তীতে নির্বাচন কমিশনও এই অভিযোগ মেনে নিয়েছে। এখন বিজেপিও সেকথা বলতে শুরু করেছে।"