shono
Advertisement

বিজয় মিছিলের প্রস্তুতি চলাকালীন ধারালো অস্ত্রের কোপ, কেতুগ্রামে খুন বিজেপি কর্মী

অভিযোগের তির তৃণমূলের দিকে। The post বিজয় মিছিলের প্রস্তুতি চলাকালীন ধারালো অস্ত্রের কোপ, কেতুগ্রামে খুন বিজেপি কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM May 30, 2019Updated: 03:18 PM May 30, 2019

ধীমান রায়, কাটোয়া: বৃহস্পতিবার ফের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর এদিনই সকালে বর্ধমানের কেতুগ্রামে খুন হয়ে গেলেন এক বিজেপি কর্মী। বিজয় মিছিলের প্রস্তুতি চলাকালীন তাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযুক্ত রাজু মণ্ডল পলাতক। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে। এদিকে খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসকদলের স্থানীয় নেতারা।

Advertisement

[ আরও পড়ুন: পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের চোখে লঙ্কা গুঁড়ো, তাণ্ডব বিজেপি কর্মীদের]

বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। কেতুগ্রামের পান্ডুগ্রামে বাড়ি সুশীল মণ্ডলের। এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতলেও,পান্ডুগ্রামের চারটি বুথের মধ্যে দুটিতে  এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। মোদির শপথ গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এলাকায় বিজয় মিছিল বের করার পরিকল্পনা করেছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে যখন দলের পতাকা লাগাচ্ছিলেন, তখন সুশীল মণ্ডলের বুকে ধারালো দিয়ে অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায় রাজু মণ্ডল নামে স্থানীয় এক যুবক। গুরুতর আহত অবস্থায় সুশীলকে কেতুগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভরতি হওয়ার কিছুক্ষণ পরই মারা যান ওই বিজেপি কর্মী।

দলের কর্মীর মৃত্যুর খবর পেয়ে কেতুগ্রামের পান্ডুগ্রামে যান পূর্ব বর্ধমান জেলা কমিটি (গ্রামীণ)-এর সদস্য অনিল দত্ত। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার এলাকায় একটি মিছিল বের করেছিলেন তৃণমূল কর্মীরা। সেই মিছিল থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা হয়। সুশীল মণ্ডল অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন। পরিকল্পনামাফিক তাঁকে খুন করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পান্ডুগ্রামে সামান্য জমি ছিল সুশীলের। সেই জমিতে সবজি চাষ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত রাজু মণ্ডলের ভেড়া জমির ফসল খেয়ে নেয়। এই নিয়ে রাজু ও সুশীলের মধ্যে বাদানুবাদ হয়। 

ছবি: জয়ন্ত দাস

[আরও পড়ুন: এলাকা অপরিচ্ছন্ন করার ‘অপরাধ’, সবক শেখাতে সারমেয়কে ধারালো অস্ত্রের কোপ ]

The post বিজয় মিছিলের প্রস্তুতি চলাকালীন ধারালো অস্ত্রের কোপ, কেতুগ্রামে খুন বিজেপি কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement