shono
Advertisement

'বিবস্ত্র করে মারধর করে তৃণমূল', ভোটের দিনের বীভৎস অভিজ্ঞতা জানালেন পাঁচলার নির্যাতিতা

Posted: 11:12 AM Jul 22, 2023Updated: 11:12 AM Jul 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে আকূল। আবার রাজ্য পুলিশের ডিজি'র দাবি অভিযোগের কোনও সত্যতা নেই। হাওড়ার পাঁচলার নির্যাতিতা ও তাঁর স্বামী গোপন জবানবন্দিও দেননি বলেই দাবি করেন। এই চাপানউতোরের মাঝে মুখ খুললেন পাঁচলার বিজেপি প্রার্থী।

Advertisement

রাজ্যের পঞ্চায়েত ভোটের দিনের বীভৎস অভিজ্ঞতার কথা জানান ওই মহিলা। তিনি বলেন, "বেশ কয়েকজন তৃণমূল কর্মী আমাকে ভোটগ্রহণ কেন্দ্রে চুলের মুঠি চেপে ধরে। ছুঁড়ে ফেলে দেয়। তারা আমার পোশাক খুলে নেয়। বিবস্ত্র অবস্থা ভোটগ্রহণ কেন্দ্রের অদূরে একটি বাড়িতে যাই। সেখান থেকে পোশাক চেয়ে পরি। সেই সময় আমার স্বামী ঘটনাস্থলে ছিলেন না। ও ঘটনাস্থলে পৌঁছে আমাকে রক্ষা করে। আমি এফআইআর দায়ের করি।"

[আরও পড়ুন: বেন্ড ইট লাইক মেসি, অভিষেক ম্যাচে গোল করলেন, মায়ামিকে জেতালেন এলএম ১০, দেখুন ভিডিও]

তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। শনিবার সকালে শশী পাঁজা সাংবাদিক বৈঠকে এই অভিযোগ কার্যত নস্যাৎ করেন। তাঁর প্রশ্ন, যদি সত্যি এই ঘটনা ঘটে তবে কেন গোপন জবানবন্দি দিতে চাইলেন না ওই মহিলা? কেন বিজেপির মহিলা প্রতিনিধি দলের কাছে অত্যাচারের কথা বললেন না ওই মহিলা, সে প্রশ্নও তোলেন শশী পাঁজা। রাজনৈতিক ফায়দার আশায় বিজেপি মহিলাকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করেছিলেন, শেখ নূর আমিনের আসল পরিচয় কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement