shono
Advertisement

বাঁকুড়ায় আক্রান্ত রক্তাক্ত দলীয় কর্মীকে উদ্ধার করলেন ‘চিকিৎসক’বিজেপি প্রার্থী

হামলাকারীরা তৃণমূল কর্মী বলে অভিযোগ বিজেপির৷ The post বাঁকুড়ায় আক্রান্ত রক্তাক্ত দলীয় কর্মীকে উদ্ধার করলেন ‘চিকিৎসক’ বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM May 12, 2019Updated: 04:43 PM May 12, 2019

টিটুন মল্লিক, বাঁকুড়া: ভোটের মাঝেই বাঁকুড়ায় তৃণমূল কর্মী, সমর্থকদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন দলের চিকিৎসক প্রার্থী সুভাষ সরকার৷ তিনি নিজে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রক্তাক্ত অবস্থায় ওই কর্মীকে হাসপাতালে পাঠালেন৷ শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর চিকিৎসা চলছে৷ প্রহৃত হয়েছেন আরও এক কর্মী৷

Advertisement

[আরও পড়ুন : বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, কাঠগড়ায় তৃণমূল]

সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অপ্রত্যাশিত ঘটনার ছবি উঠে এলেও, তেমন বড়সড় কোনও অশান্তির খবর মেলেনি বাঁকুড়ায়৷ কিন্তু ঘড়ির কাঁটা দুপুর ৩টে পেরোতেই বেঁধে গেল অশান্তি৷ শালতোড়ার ছাতার কানালি এলাকায় এদিন বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন এক বিজেপি কর্মী৷ অভিযোগ, আচমকাই তাঁর উপর চড়াও হন জনাকয়েক দুষ্কৃতী৷ ভোট দিতে বাধা দেওয়া হয় তাঁকে৷ শুধু তাই-ই নয়, বেধড়ক মারধর করা হয়েছে ওই বিজেপি কর্মীকে৷ তাঁকে লক্ষ্য করে রীতিমতো ইট-পাথর ছোঁড়া হয়৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই কর্মী৷ প্রহৃত হন তাঁর সঙ্গে থাকা আরেক বৃদ্ধও৷

[আরও পড়ুন: কেশপুরে বাজেয়াপ্ত ভারতী ঘোষের গাড়ি, প্রতিবাদে মন্দিরে অবস্থান বিক্ষোভ বিজেপি প্রার্থীর]

এমন অশান্তিতে যখন উত্তপ্ত ছাতার কানালি এলাকা, সেসময় আশেপাশেই ছিলেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার, যিনি পেশায় একজন চিকিৎসক৷ জেলাজুড়ে চিকিৎসক হিসেবে তিনি বিখ্যাত এবং জনপ্রিয়৷ দলের কর্মী এভাবে আক্রান্ত হয়েছেন, খবর পেয়ে সুভাষ সরকার ঘটনাস্থলে ছুটে যান৷ দ্রুত রক্তাক্ত কর্মীকে উদ্ধার করেন৷ এত বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতায় তিনি বেশ বুঝতে পারেন, দ্রুত তাঁকে হাসপাতালে ভরতি না করালে, বাঁচানো মুশকিল৷ কর্মীকে হাসপাতালে পৌঁছে দিতে তিনি নিজে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চান৷ প্রার্থীর কথা শুনে জওয়ানরা এগিয়ে গিয়ে ওই কর্মীকে গাড়িতে তুলে দেন৷ শালতোড়া ব্লক হাসপাতালে পৌঁছে দেওয়া হয় তাঁকে৷ সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷

[আরও পড়ুন: ভারতীকে ঘিরে বিক্ষোভ ঠেকাতে চার রাউন্ড গুলি দেহরক্ষীর, গুরুতর জখম এক]

গোটা ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে৷ প্রহৃত ব্যক্তির অভিযোগ, স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি এবং তাঁর ভাইপো মিলে এমন অশান্তি ঘটিয়েছে৷ অভিযোগ যাই-ই থাকুক, এমন ঘটনার খবর কানেই পৌঁছায়নি বাঁকুড়ায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের কানে৷ তাঁর সাফাই, বাঁকুড়ায় শান্তিপূর্ণভাবেই ভোট চলছে৷ অশান্তির খবর নেই তাঁর কাছে৷

The post বাঁকুড়ায় আক্রান্ত রক্তাক্ত দলীয় কর্মীকে উদ্ধার করলেন ‘চিকিৎসক’ বিজেপি প্রার্থী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement