shono
Advertisement

নদিয়ায় ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যুব নেতা-সহ ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন৷ The post নদিয়ায় ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 AM Apr 30, 2019Updated: 09:05 AM Apr 30, 2019

বিপ্লবচন্দ্র দত্ত,কৃষ্ণনগর: ভোট মিটলেও রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত৷ বিজেপির উপর হামলার ঘটনা ঘিরে রাতেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সমরপল্লি এলাকা৷ কোতোয়ালি থানার দোগাছি গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় সোমবার রাতে ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে বাড়ি ফিরছিলেন বিজেপি যুব নেতা তন্ময় চক্রবর্তী-সহ চার দলীয় কর্মী৷ সেসময় তাঁদের উপর চড়াও হয়ে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ৷ ঘটনার প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করে ঘণ্টাখানেক ধরে অবরোধ, বিক্ষোভ চলে বিজেপি কর্মী, সমর্থকদের৷

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর জবাব ইভিএমে, পঞ্চায়েত ভোটে নিহত দিলদারের স্মৃতি নিয়েই ভোটদান পরিবারের]

সোমবার, চতুর্থ দফা ভোটের দিন নদিয়ার দুই কেন্দ্র কৃষ্ণনগর, রানাঘাটে মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে৷ কিন্তু রাতের বেলাই উত্তপ্ত হয়ে উঠল কোতোয়ালি থানা এলাকা৷ সমরপল্লির কাছে বিজেপি নেতা, কর্মীদের উপর চলে হামলা৷ ব্যাপক মারধরের জেরে বেশ আহত হন তাঁরা৷ তাঁদের উদ্ধার করে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভরতি করা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, তন্ময় চক্রবর্তী, টোটন সাহা, দুলাল সাহা এবং সিগলু ভৌমিক – চারজনের অবস্থা আপাতত স্থিতিশীল৷ ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকেই৷ নদিয়া উত্তরে বিজেপির সাংগঠনিক সভাপতি মহাদেব সরকারের অভিযোগ, ‘সোমবার সারাদিন ধরেই নদিয়ার চাপড়া, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, তেহট্ট-সহ একাধিক জায়গায়  বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূলের কর্মীরা৷  তাঁদের পোলিং বুথ থেকে বার করে দেওয়া হয়েছে৷ ভোট মিটে যাওয়ার পরেও দোগাছিতে আমাদের যুব নেতা তন্ময় চক্রবর্তী-সহ চার বিজেপি কর্মীর ওপরে হামলা চালিয়েছে তৃণমূল কর্মী,সমর্থকরা৷ ওরা যখন বাড়ি ফিরছিলেন, তখনই হামলা চলে৷ আমরা আগেই হামলার আশঙ্কা করে জেলার পুলিশ সুপার, জেলাশাসক-সহ সব জায়গায় জানিয়েছিলাম৷ কিন্তু  হামলার পরও দেখা যাচ্ছে, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নেয়নি৷ যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের কোনও নিরাপত্তা নেই৷’

[আরও পড়ুন: ভাটপাড়া উপনির্বাচনের মনোনয়ন পেশ মদন মিত্রর, ভিন্ন সাজে নজর কাড়লেন]

বিজেপির উপর হামলার প্রতিবাদে রাতেই দলের কর্মী-সমর্থকরা  কোতোয়ালি   থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন৷ তাঁদের দাবি, দোষীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি না দেওয়া হলে, তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন৷  পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, চব্বিশ  ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা হবে৷ এই আশ্বাস পেয়ে থানার সামনে থেকে বিক্ষোভ তুলে নেওয়া হয়৷ তৃণমূল অবশ্য অভিযোগ যথারীতি অস্বীকার করেছে৷

The post নদিয়ায় ভোট পরবর্তী সন্ত্রাস, বিজেপি যুব নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement