সঞ্জিত ঘোষ, নদিয়া: ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার শেষ হয়েছে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। বঙ্গ বিজেপির লক্ষ্য ছিল এক কোটি সদস্য সংগ্রহ। অমিত শাহ সেই লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিলেন। তবে আপাতত আধ কোটিতেই সেই অভিযানে দাড়ি পড়েছে। তবে চমকে দিয়েছে নদিয়ার মতুয়া অধ্যুষিত রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা। ওই বিধানসভা থেকে ৫০হাজার মানুষ বিজেপির সদস্য হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। আলোচনায় উঠে আসছে বিধায়ক অসীম বিশ্বাসের নাম।
রানাঘাট লোকসভা বিজেপি পরপর দুবার জিতেছে। উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব বিধানসভাও বিজেপির দখলে। যা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অন্তর্গত। এই এলাকাগুলি বিজেপি প্রভাবতি। মতুয়াদের জনসংখ্যা বেশি এই বিধানসভাগুলিতে।
বিধায়ক অসীম বিশ্বাস নিজের এলাকা ঘুরে ঘুরে প্রায় সবার কাছে পৌঁছেছেন বলে দাবি। বিজেপি সূত্রে খবর, এত সদস্য অন্য কোনও বিধানসভা থেকে সংগ্রহ হয়নি। শুধু তাই নয় সদস্য সংগ্রহের বিচারে উত্তরের জেলাগুলিকে একাই পিছনে ফেলে দিয়েছে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে ভাল সংখ্যায় সদস্য মিলেছে নদিয়া উত্তর, বারাসত, পুরুলিয়া, কাঁথি, তমলুকে।
রানাঘাট ভালো ফল করলেও রাজ্যে এই অভিযান কার্যত মুখ থুবড়ে পড়েছে। ৫০ শতাংশে থেমে যেতে হচ্ছে। তবে তা কেন সেই সরাসরি মুখ খুলছেন না কোনও নেতা। তবে সদস্য সংগ্রহ অভিযানের 'প্রমুখ', রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, "৫০ লক্ষ সদস্য আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। এখনও অভিযান চলছে। শেষ হতে হতে ৬০ লক্ষের কাছাকাছি পৌঁছে যাব।"