shono
Advertisement

Breaking News

রক্ত সংকটে বিপাকে ক্যানসার রোগীরা, অস্থায়ী রক্তদান শিবির করে সমাধান

চাহিদা বেড়ে যাওয়াতেই এই সমস্যা৷ The post রক্ত সংকটে বিপাকে ক্যানসার রোগীরা, অস্থায়ী রক্তদান শিবির করে সমাধান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:47 PM Feb 16, 2019Updated: 05:47 PM Feb 16, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আচমকাই রক্ত সংকট দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ ভাঁড়ারে A+ গ্রুপের রক্ত অমিল৷ শনিবার সকালে এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় হাত৷ একটি ক্যানসার হাসপাতালে এই বিশেষ গ্রুপের রক্তের চাহিদা মেটাতে গিয়েই আকাল বলে জানা গেছে৷ তড়িঘড়ি আপৎকালীন রক্তদান শিবির করে পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর ভলেণ্টারি ব্লাড ডোনার্স ফোরাম৷

Advertisement

শনিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে B+ রক্ত ছিল ২৫ ইউনিট, O+ ৯৪ ইউনিট, AB+ ৯ ইউনিট৷ অন্যদিকে B-  ৪ ইউনিট এবং O-  মাত্র ১ ইউনিট মজুত ছিল৷ A-, AB- ও A+ গ্রুপের রক্ত শূন্য হয়ে যায়৷ এদিকে A+ গ্রূপের রক্তের চাহিদা থাকায় এদিন সকাল থেকে এই গ্রুপের রক্ত নিতে রোগী ও তাদের পরিবারও আসতে থাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে৷ কিন্তু বিফল হয়ে ফিরে যেতে হয়৷ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস জানান, “হঠাৎ করেই এই সংকট দেখা দিয়েছে৷ চাহিদা বেড়ে যাওয়াতেই এই সমস্যা৷ যোগান বৃদ্ধির জন্য সবরকমের চেষ্টা করা হচ্ছে৷”

ফাঁসই যেন রুটিন! মাধ্যমিকের চতুর্থ দিনে ভূগোল প্রশ্নও হোয়াটসঅ্যাপে ]

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, A+ ও B+ রক্ত দৈনিক গড়ে সাত থেকে আট ইউনিট রক্ত লাগে বলে মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ কিন্তু তুলনামুলকভাবে A+ ও B+ গ্রুপের রক্তদাতার সংখ্যা কম থাকায়, এই রক্ত সংগ্রহও কম হয় বলে জানা গেছে৷ শনিবারের রক্ত সংকট মেটাতে আপৎকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুপুরে হাসপাতালেই এর আয়োজন করে দুর্গাপুর ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও অটো চালকদের ‘আমাদের পরিবহন সংস্থা’৷ মোট ৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এই আপৎকালীন শিবির থেকে৷ এর মধ্যে তিন জন এই প্রথম রক্তদান করেন বলে জানা গেছে৷ শিবির থেকে এক ইউনিট A- রক্ত সংগ্রহ করা হলেও তাও এদিনই রোগীকে দিয়ে দেওয়া হয়৷ দুর্গাপুর মহকুমা ভলাণ্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ জানান, “জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রূপের রক্তদাতাদের রক্তদান করার জন্যে আহ্বান জানানো হয়৷ চারজন অটো চালকও রক্তদান করেন৷ রবিবার থেকে ধারাবাহিক শিবির করে এই সংকট মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷”

পুরুলিয়ায় মাওবাদী হামলা রুখতে মহড়া সিআরপিএফের ]

The post রক্ত সংকটে বিপাকে ক্যানসার রোগীরা, অস্থায়ী রক্তদান শিবির করে সমাধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার