সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরেনি দুই তরুণ। আজ, শনিবার স্থানীয় আমবাগান একই গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক অনুমান, দুই বন্ধু আত্মঘাতী হয়েছে। কিন্তু দুই পরিবারের দাবি, বাড়িতে কোনও ঝামেলা হয়নি। সব কিছু ঠিকই ছিল। দুই তরুণকে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের (Swarupnagar) গোবিন্দপুরে।
মৃত দুই তরুণের নাম রাকিবুল মণ্ডল (২০) ও রাজ ভদ্র (২২)। রাকিবুল স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি একাদশ শ্রেণির পড়ুয়া। রাজ দত্তপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষে দু'জন ঘুরতে বেরন। রাত হয়ে গেলেও তাঁরা বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। সকালে তাঁদের কাছে খবর যায় একটি আমগাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অনুমান দুই বন্ধু আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন? তার উত্তর পাওয়া যাচ্ছে না।
রাকিবুলের এক কাকা জানান, "সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিল। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। আমরা খোঁজাখুঁজি করেও পাইনি। সকালে নিখোঁজ ডায়েরি করতে যাব ভেবেছিলাম। তখনই খবর আসে ওঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।" রাজের বাবা বলেন, "সকাল নাগাদ বাড়ি ছিলাম না। পরে জানতে পারি ও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছে। তারপর আর ফেরেনি। এদিন সকালে খবর পাই আমবাগানে ছেলের দেহ পাওয়া গিয়েছে।"
দেহ দু'টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী করে মৃত্যু? খুন নাকি, আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
