অর্ণব দাস, বারাকপুর: বরানগরে মহিলা পুলিশকর্মীর রহস্যমৃত্যু। বরানগর থানার অন্তর্গত এ কে মুখার্জি রোড সংলগ্ন পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।
জানা গিয়েছে, মৃতার নাম বিথীকা দাস (৩০)। সোমবার বরানগর থানার অন্তর্গত এ কে মুখার্জি রোড সংলগ্ন পুলিশ কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাড়ি নদিয়া জেলায়। তিনি বেলঘড়িয়া এমার্জেন্সি লাইনের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিথীকাদেবী সৌভিক ভট্টাচার্য নামে এক ব্যবসায়ীর সঙ্গে লিভইনে ছিলেন। আচমকা আত্মহত্যা।
[আরও পড়ুন: মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও অভিযোগ দায়ের হয়নি। মৃতার বাপের বাড়ি এবং প্রাক্তন স্বামী কেউই তাঁর দেহ নিতে থানায় দাবি জানায়নি। লিভইন পার্টনারের হাতেও মৃতদেহ তুলে দেয়নি পুলিশ। তাই যোগ্য দাবিদার না পাওয়ায় ময়নাতদন্তের পর থেকে দেহ সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালেই রয়েছে। মৃত্যুর কারণ জানতে লিভ ইন পার্টনার সৌভিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
