বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারে তরুণীর রহস্যমৃত্যু। মাথাভাঙা জোড়পাটকি এলাকায় ধরলা নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। কীভাবে মৃত্যু হল তরুণীর? খুন নাকি অন্যকিছু? ঘনাচ্ছে রহস্য। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই রবিবার সকালে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকি পঞ্চায়েতের হাসানের ঘাট এলাকায় ধরলা মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। তাঁরাই দেখতে পান এক মহিলার দেহ উলটো হয়ে পড়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও মৃতের নাম-পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করা হচ্ছে।
[আরও পড়ুন: ‘দাবিকে সমর্থন করি’, তৃণমূলের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে জানালেন বিজেপি বিধায়ক!]
এই দেহ উদ্ধারের ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে মৃত্যু হল তরুণীর? নেপথ্যে কে বা কারা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে তরুণীকে। অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে দেহ ফেলা হয়েছে নদীতে? সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
