shono
Advertisement

শাসকের সৌজন্য, বিক্ষোভরত সিপিএম কর্মীদের গোলাপ উপহার বোরো চেয়ারম্যানের

তৃণমূল নেতার ভদ্র ব্যবহারে স্মারকলিপি দিয়েই ফিরলেন সিপিএম কর্মীরা৷ The post শাসকের সৌজন্য, বিক্ষোভরত সিপিএম কর্মীদের গোলাপ উপহার বোরো চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Sep 20, 2019Updated: 11:12 AM Sep 21, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাজনৈতিক সৌজন্যের নজির তৃণমূলের। দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন যে সিপিএম কর্মী-সমর্থকরা, সেই আন্দোলনকারীদের হাতেই গোলাপ তুলে দিলেন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার৷ কৌশলে বিক্ষোভকারীদের শান্ত করলেন তিনি৷ তৃণমূল নেতার এহেন ভদ্র ব্যবহারে অবশেষে জোরদার বিক্ষোভের বদলে স্রেফ স্মারকলিপি জমা দিয়েই ফিরে এলেন সিপিএম কর্মীরা।

Advertisement

[ আরও পড়ুন: লোধা সম্প্রদায়ের মন জয়ে পদক্ষেপ, চারটি গ্রামকে ‘আদর্শ’ হিসেবে গড়ে তুলবে প্রশাসন ]

জানা গিয়েছে, একাধিক ইস্যুতে দুর্গাপুর নগর নিগমের পাঁচটা বোরোতে শুক্রবার বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা৷ শাসকদলের নেতার কাছে স্মারকলিপিও জমা দেন তাঁরা৷ সম্প্রতি চার নম্বর বোরোতে স্মারকলিপি জমা করতে গিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চরমে উঠেছিলে। থানা পর্যন্ত গড়িয়েছিলে সেই বিবাদ। গত সপ্তাহে বামপন্থী ছাত্র সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়া। সেই বিষয় থেকে শিক্ষা নিয়েই শুক্রবার সিপিএমের দু’নম্বর বোরো কমিটি অভিযানকে কেন্দ্র করে সজাগ ছিল জেলা প্রশাসন। কিন্তু পুলিশকে কিছু করতেই হল না৷ বিক্ষোভরত সিপিএম কর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে, তাঁদের শান্ত করলেন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। শাসকদলের নেতার থেকে এহেন ‘সম্মান’ পেয়ে হতবাক সিপিএম কর্মীরা৷ স্রেফ স্মারলিপি জমা করেই ফিরে যান।

[ আরও পড়ুন: সংসারে অশান্তি, পাশাপাশি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মা ও ছেলের ]

স্থানীয় সিপিএম নেতা সুমিত রায়চৌধুরি বলেন, “মোট উনিশ দফা দাবি নিয়ে আমরা এসেছিলাম। বোরো কমিটির চেয়ারম্যানের হাতে সেই দাবি সম্বলিত স্মারকলিপি আমরা তুলে দিয়েছি৷ উনি আমাদের গোলাপ ফুল দিলেন। আমরা তা গ্রহণ করেছি৷ তবে এসবে আমাদের বিরোধিতা কমবে না।” দু’নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, “উন্নয়নের কাজে বিরোধীদেরও পরামর্শ জরুরি। তাঁরা যেমন মতামত দেবেন, আবার গঠনমূলক সমালোচনাও করবেন। তাই তাদের গোলাপ ফুল উপহার দিয়েছি।”

The post শাসকের সৌজন্য, বিক্ষোভরত সিপিএম কর্মীদের গোলাপ উপহার বোরো চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার