শাহজাদ হোসেন, ফরাক্কা: প্রখর গরম। চলছে রোজা। সবে মাত্র লোকসভা নির্বাচন শেষ হয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলিতে তীব্র রক্ত সঙ্কট চলছে। ব্ল্যাড ব্যাঙ্কগুলিরও একই হাল। বিপদে পড়েছেন রোগীরা। রমজান মাস। সংখ্যালঘু অধ্যূষিত জেলা মুর্শিদাবাদ । মানবতার ডাকে সাড়া দিয়ে রোজা ভেঙে মুমূর্ষু রুগীদের রক্ত দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে চলছে স্থানীয় যুবকরা। তাঁদের একটাই মন্ত্র, ‘জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য।’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে রোজা ভেঙে দুই যুবক প্রখর রোদের তীব্র দহন উপেক্ষা করে প্রায় একশো কিলোমিটার দূরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ছুটে গিয়ে রক্ত দিয়ে সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নাজেরা বিবির প্রাণ বাঁচালেন। সৌজন্যে ‘মিশন ন্যায়’ স্বেচ্ছাসেবী সংস্থা। দুই যুবকের এই মানবিকতায় খুশি নাজেরা বিবির স্বামী বদরুল হক।
[ আরও পড়ুন: বিয়ে রুখে মাধ্যমিক পাশ, চোখধাঁধানো ফলে নজির গড়ল কালনার ‘কন্যাশ্রী’]
সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নাজেরা বিবি। গুরুতর অসুস্থ হয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভরতি তিনি। চিকিৎসকরা জানান, নাজেরা বিবির তিন ইউনিট রক্তের প্রয়োজন। নাজেরা বিবির রক্তের গ্রুপ এ বি প্লাস। নাজেরা বিবির স্বামী বদরুল হক রক্তের জন্য ব্ল্যাড ব্যাঙ্ক থেকে সর্বত্র রক্তের খোঁজে হন্যে হয়ে ঘুরে হতাশায় ভেঙে পড়েন। আচমকা বদরুল সাহেবের মাথায় আসে, সোশ্যাল মিডিয়ায় ‘মিশন ন্যায়’ স্বেচ্ছাসেবী সংস্থা রক্তের জোগান দিয়ে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ায়। বদরুল সাহেব ফোন নম্বর জোগাড় করেন। সংস্থার সভাপতি তোয়াব আলিকে ফোন করে রক্তের প্রয়োজন ও সহযোগিতা চান। মিশন ন্যায় এর দুই সদস্য আবু বাক্কার সিদ্দিকি (২৫) ও ইনজামুল হক (২৪)। রোজা ভেঙে বহরমপুরে ছুটে গিয়ে নাজেরা বিবিকে এবি প্লাস রক্ত দিয়ে সাহায্য করেন। সংস্থার সভাপতি তোয়াব আলি জানান, “মানবিকতাই হল সব থেকে বড় ধর্ম। ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু মানুষের জীবনের মূল্য তাদের কাছে সব থেকে বড়। সরাসরি হাসপাতালে গিয়ে রুগীকে রক্ত বিনা পয়সায় সরবরাহ করতে মিশন ন্যায়ের আত্মপ্রকাশ।”
[ আরও পড়ুন: গানের আলোয় দীপ জ্বালাতে চায় দৃষ্টিহীন মেধাবী ছাত্র শুভদীপ]
The post রোজা ভেঙে রক্তদান, সংকটজনক রোগীর প্রাণ বাঁচালেন দুই যুবক appeared first on Sangbad Pratidin.
