shono
Advertisement

কালো টাকা সাদা করতে মহিষ কেনার হিড়িক, নজর আয়কর দফতরের

পাঁচশো-হাজারের নোট নিয়ে চলতি সমস্যা একটু থিতোলে বীরভূমের তথাকথিত অনেক কেউকেটাই বিপদে পড়তে চলেছেন বলে সূত্রের খবর৷ The post কালো টাকা সাদা করতে মহিষ কেনার হিড়িক, নজর আয়কর দফতরের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM Nov 25, 2016Updated: 12:24 PM Nov 25, 2016

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: কথায় আছে চোরের চৌষট্টি বুদ্ধি৷ সেই বুদ্ধি আরও খুলে গিয়েছে মোদি সরকারের নোট বদলের ঘোষণায়৷ ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা করছেন, কোনও কোনও ক্ষেত্রে অ্যাকাউন্ট ভাড়ার কথাও শোনা যাচ্ছে৷ কিন্তু লাইভস্টকে পাঁচশো-হাজার ঢেলে টাকা সরানোর এক নতুন ছবি উঠে এল বীরভূমে৷

Advertisement

ব্যবসাদার থেকে পুলিশ অফিসার, সরকারি কর্মী থেকে রাজনৈতিক দাদা-দিদিরা, সবাই নাকি পাঁচশো-হাজারের নোটে যে যতগুলি পারছেন গরু-মহিষ কিনে রাখছেন৷ তারপর কয়েকদিন ঘাস-পাতা খাইয়ে হাটে বিক্রি করে দিতে পারলেই নতুন নোট হাতে আসবে৷ আয়কর দফতরের গোপন রিপোর্ট বলছে, গরু-মহিষে বিনিয়োগের পরিমাণটা লাখে নয়, কোটিতে৷ শুধু তাই নয়, বাতিল টাকা বদলাতে, এবং কালো টাকা-সাদাটাকার হিসাবে এই ৫-৭ কোটি টাকার বিনিয়োগের উপর কড়া নজরও রাখছে আয়কর দফতর৷ এমনকী রাজনৈতিক দলের কোন নেতারা, সরকারি কোন আধিকারিকরা কোনপথে টাকা কোথায় পাঠাচ্ছেন তারও সব রিপোর্ট জমা পড়ছে৷ আর সেই সূত্র ধরেই পাঁচশো-হাজারের নোট নিয়ে চলতি সমস্যা একটু থিতোলে বীরভূমের তথাকথিত অনেক কেউকেটাই বিপদে পড়তে চলেছেন বলে সূত্রের খবর৷

বীরভূমে পশু হাট নামকরা৷ আর সেই হাটের রাস্তাতেই নিজেদের কালো টাকা সাদা করার রাস্তায় নেমেছেন অনেকে৷ আপাতত একটু বেশি দাম দিয়েই গরু-মহিষ কিনে নিচ্ছেন তাঁরা৷ ৩০ ডিসেম্বরের পর তা বিক্রি করে টাকা সাদা করার পরিকল্পনা করে রেখেছেন কালো টাকার কারবারিরা৷ বীরভূমের সবচেয়ে বড় পশুহাট ইলামবাজার ও সাঁইথিয়ায়৷ সূত্রের খবর, এই দু’টি হাটে গরু-মহিষের লেনদেন হঠাৎই বেড়ে গিয়েছে৷ এখান থেকে গরু-মহিষের একটা বড় অংশ মুর্শিদাবাদ হয়ে পাচার হয়ে যায় বাংলাদেশেও৷ এই কেনাবেচার পথেই বদলে যাচ্ছে টাকা৷ দু’সপ্তাহে ইলামবাজার হাট থেকেই তিন কোটি টাকারও বেশি মহিষ কেনা হয়েছে বলে খবর৷ সাঁইথিয়া হাট থেকেও গত সপ্তাহে দেড় কোটি টাকার গরু ও মহিষ কেনা হয়েছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক আয়কর দফতরের এক অফিসার জানান, “আমরা বিভিন্ন বেআইনি কারবারের উপর নজর রাখছি৷ হঠাৎ করে মহিষ কেনার হিড়িক পড়ে গিয়েছে৷ সব তথ্য চেয়ে পাঠানো হয়েছে৷ পরিস্থিতি একটু শান্ত হলেই হাতে তথ্য নিয়ে হানা দেওয়া হবে কেউকেটাদের ডেরায়৷”

The post কালো টাকা সাদা করতে মহিষ কেনার হিড়িক, নজর আয়কর দফতরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement