shono
Advertisement

মুর্শিদাবাদের বেলডাঙায় খুন ব্যবসায়ী, বাড়ির কাছে মিলল মৃতদেহ

নিহত ব্যবসায়ী তৃণমূলকর্মী ছিলেন বলে শোনা যাচ্ছে। The post মুর্শিদাবাদের বেলডাঙায় খুন ব্যবসায়ী, বাড়ির কাছে মিলল মৃতদেহ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 PM Mar 05, 2019Updated: 03:13 PM Mar 05, 2019

কল্যাণ চন্দ, বহরমপুর: সাতসকালে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদের বেলডাঙায়। বাড়ির কাছে মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। এদিকে মৃত ব্যক্তি আবার তৃণমূল কংগ্রেস কর্মী বলে শোনা যাচ্ছে।

Advertisement

[ বাড়িতে ঝগড়া, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর]

মৃতের নাম আনিসুর শেখ। বাড়ির বেলডাঙার মির্জাপুর ভাদুরি খামারপাড়ায়। পরিবারের লোকেদের দাবি, সোমবার রাতে আনিসুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। আর ফেরেননি তিনি। বিস্তর খোঁজাখুঁজি করেও রাতে তাঁর সন্ধান পাননি পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে বাড়ির থেকে কয়েক কিমি দূরে মির্জাপুরেরই চারাতলা এলাকা একটি মাঠে আনিসুর শেখের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহটি উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিশ।

কিন্তু, কীভাবে মারা গেলেন আনিসুর শেখ? পরিবারের লোকেদের দাবি, রাতে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এদিকে মৃত আনিসুর শেখ আবার তৃণমূল কংগ্রেসের কর্মী বলে শোনা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় শাসকদলের মিটিং-মিছিলে নিয়মিত দেখা যেত তাঁকে। যদিও আনিসুরকে দলের কর্মী বলে মানতে নারাজ শাসকদলের স্থানীয় নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গত সোমবারই বহরমপুরে খুন হন শাসকদলের যুব নেতা নাজু শেখ। সকালে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে শহরের নিয়ালিশপাড়া ঘাট এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হাসপাতালে মারা যান নাজু।

[ শিলাবৃষ্টির প্রকোপে আলু চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত কৃষকদের]

The post মুর্শিদাবাদের বেলডাঙায় খুন ব্যবসায়ী, বাড়ির কাছে মিলল মৃতদেহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement