shono
Advertisement

নারী সুরক্ষায় নজর, ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন রানাঘাট পুরসভার চেয়ারম্যানের

হায়দরাবাদ কাণ্ড থেকে শিক্ষা নিয়েই নারী সুরক্ষায় নজর পুরসভার। The post নারী সুরক্ষায় নজর, ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন রানাঘাট পুরসভার চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Dec 23, 2019Updated: 04:02 PM Dec 23, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: সংবাদমাধ্যমে হায়দরাবাদ, উন্নাওয়ের ঘটনা দেখার পরই আতঙ্ক গ্রাস করেছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া মৌমিতা সরকারকে। সন্ধের পর তাকেও তো চলাফেরা করতে হয় রাস্তায়। বিপদে পড়লে আত্মরক্ষার উপায় কী? সেই চিন্তাই সারাক্ষণ তাড়া করত মৌমিতাকে। মায়ের কাছে আত্মরক্ষার উপায় জানতে চাইলেও কোনও সদুত্তর পায়নি কিশোরী। রানাঘাটের চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে গিয়ে নিজেই উত্তর খুঁজে বের করল কিশোরী। 

Advertisement

নদিয়ার রানাঘাটে কালিপদ চিল্ড্রেন পার্কের মাঠে মেয়েদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। রানাঘাটের বিভিন্ন বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা ওই শিবিরে অংশ নেয়। দুষ্কৃতীদের ঘেরাটোপ থেকে নিজেকে রক্ষা করতে ছাত্রীদের ক্যারাটের বিভিন্ন কলা কৌশল শেখানো হয়। ওই মাঠে দাঁড়িয়েই আত্মরক্ষার উপায় খুঁজে পেল মৌমিতা। দৃপ্তকন্ঠে সে জানাল, ‘নিজেকে কীভাবে রক্ষা করতে হয়, সেই পথের দিশা আমি পেয়ে গিয়েছি মা। এবার আমি নিজেই নিজেকে তৈরি করা শুরু করব। দুষ্কৃতীদের খপ্পর থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রতিমুহূর্তে নিজেকে তৈরি করব।’ প্রশিক্ষণ নেওয়ার পর মৌমিতা দে নামে আর এক পড়ুয়া জানান, ‘মনের জোর পাচ্ছি। বুঝতে পারছি, আরও বেশি সচেতন হতে হবে আমাদের।’ সেই সঙ্গে সে আবেদন জানায়, মেয়েদের জন্য যেন এই ধরনের স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র চালু করার।

[আরও পড়ুন: শীতঘুমের বালাই নেই, গর্ত থেকে বেরিয়ে ‘রোদ পোহাচ্ছে’ চন্দ্রবোড়ারা]

দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের পরিস্থিতি দেখে রানাঘাটের বিভিন্ন স্কুলে ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ভাবনা মাথায় আসে রানাঘাট পুরসভার চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের। সেই ভাবনা থেকেই আয়োজন করা হয়েছিল মেয়েদের প্রশিক্ষণ শিবিরের। নাম দেওয়া হয়েছিল ‘দামিনী’। জানা গিয়েছে, এদিনের শিবিরে পায়রাডাঙ্গার একটি সংস্থার পক্ষ থেকে ছাত্রীদের ক্যারাটের প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে। প্রশিক্ষণ নেওয়ার পর ছাত্রীদের পক্ষ থেকে ‘দামিনী’ ক্লাব গঠনের দাবি তোলা হয়। ছাত্রীদের দাবি, ‘এক দিনের প্রশিক্ষণ শিবির করে স্থায়ী সমাধান সম্ভব নয়, আগামী দিনে দামিনী ক্লাবের পক্ষ থেকে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হোক।’ পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘একথা অবশ্যই ঠিক, একদিনের প্রশিক্ষণ শিবির করে ছাত্রীদের প্রশিক্ষিত করে তোলা সম্ভব নয়। তাই স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।’ রানাঘাটের মহকুমা পুলিশ অফিসার লালটু হালদার জানিয়েছেন, ‘রাস্তাঘাটে বিপদের সম্মুখীন হলে যাতে মহিলাদের কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

The post নারী সুরক্ষায় নজর, ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন রানাঘাট পুরসভার চেয়ারম্যানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement