shono
Advertisement

তৈরি বিশেষ পটচিত্র, অভিষেকের হাতে তুলে দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত চণ্ডীপুর

এই সুযোগ পেয়ে আপ্লুত পট শিল্পীরা।
Posted: 11:28 AM Jun 01, 2023Updated: 11:28 AM Jun 01, 2023

চঞ্চল প্রধান, হলদিয়া: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বাগত জানাতে তৈরি চণ্ডীপুর। তাঁর জন্য় বিশেষ উপহার তৈরি করেছেন সেখানকার পট শিল্পীরা। তৈরি হয়েছে পটচিত্রও। এই সুযোগ পেয়ে আপ্লুত শিল্পীরা।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে চণ্ডীপুর বাজারে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পার্ঘ‍্য নিবেদন করে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে হাঁসচড়া বাসস্ট‍্যান্ড লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে চা পর্বে দেখা করবেন তিনি। সেই সময় অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে স্থানীয় হবিচক গ্রামের পটশিল্পী আবেদ চিত্রকর এবং তাঁর স্ত্রী সায়েরা চিত্রকর-সহ ২৫ জন পটশিল্পীর কথা বলবেন। তখনই তাঁর হাতে পটচিত্রটি তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র জানান,”হবিচকে বহু গুণী পটশিল্পী রয়েছেন। তাঁরা আমাদের জেলার গর্ব। হাতে আঁকা পটচিত্র দিয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সম্মান জানাবেন।” এই সুযোগ পেয়ে আপ্লুত পটচিত্র শিল্পী শুভ চিত্রকর,বিজয় চিত্রকর,ইনসার চিত্রকররা।

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]

অ‍্যালুমিনিয়ামের প্লেটের উপর তেল রঙের কারুকাজে দেবী দুর্গার পরিবারকে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক যেন জ‍াগ্রত দেবী। বরাভয়দায়িনী,অসুরনাশিনী রূপে নারীশক্তির উত্থান। ১৭ ইঞ্চির গোলাকার সুদৃশ‍্য এই পটচিত্র উপহার হিসেবে অভিষেকের হাতে তুলে দেবেন শিল্পীরা। জুনের প্রথম সপ্তাহে আবেদের স্ত্রী সায়েরা চিত্রকর ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্ব লোকোগানের আসরে পটের গান শোনাবেন। তাঁর আগে বাড়ির পাশে তৃণমূল সেনাপতির কাছ থেকে শুভেচ্ছা বার্তা নেবেন তিনি।

সারা বছর রাজ‍্যে এবং দেশের বিভিন্ন প্রান্তে পটচিত্র প্রদর্শনী এবং পটের গান শুনিয়ে জীবিকা নির্বাহ করেন এই শিল্পীরা। রাজ‍্য সরকারের কন‍্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ‍্যসাথী, ডেঙ্গু নিধন ইত‍্যাদি প্রকল্প নির্ভর গান ও পটচিত্র রয়েছে তাঁদের সৃষ্টি সম্ভারে। সময়,সুযোগ পেলে সে সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে উপস্থাপন করতে প্রস্তুত শিল্পীকুল। শিল্পীদের প্রতিনিধি আবেদ চিত্রকর বলেন,”আমাদের তৈরি পটচিত্র অভিষেকবাবুর হাতে তুলে দেব। এই সুযোগটুকুর দীর্ঘ অপেক্ষায় ছিলাম আমরা।”

[আরও পড়ুন: ‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement