shono
Advertisement
Asansol

ইভটিজের প্রতিবাদ করায় স্বামী-দেওরকে মার, বাড়িতে হামলা! আসানসোলে তুমুল উত্তেজনা, পথ অবরোধ

মধ্যরাত পর্যন্ত থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
Published By: Paramita PaulPosted: 01:15 PM May 01, 2025Updated: 01:15 PM May 01, 2025

শেখর চন্দ্র, আসানসোল: বধূকে কটূক্তির প্রতিবাদ করায় বাড়িতে হামলা! বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই বাঁধে আসানসোলে। অশান্তি বাড়তেই দু'পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি চলে। মারধরও করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা কর্মীরা প্রতিবাদ করেন। মধ্যরাত পর্যন্ত থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। পরে পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ।

Advertisement

বুধবার আসানসোল দক্ষিণ থানার আওতায় রাঙানিয়া পাড়ায় রাস্তায় ভরসন্ধেয় ইভটিজিং বা কটূক্তির শিকার হন এক গৃহবধূ। অভিযোগ, স্থানীয় ক্লাবের কিছু যুবক তাঁকে উত্য়ক্ত করেছে। ঘটনাস্থলে প্রতিবাদ করলে তাঁর স্বামীকেও মারধর করা হয়। এই নিয়ে দু'পক্ষ ও দু'টি পাড়ার মধ্যে শুরু হয় মারপিট। তারপর বাড়িতেও হামলা চালায় অভিযুক্তরা। আক্রান্ত হন গৃহবধূর দেওর। চোখে মারাত্মক আঘাত লাগে। ঘটনার জেরে দুই পাড়া ও গোষ্ঠীর লড়াই শুরু হয়। ইট, পাথর ছোড়াছুড়ি হয়। হাতাহাতি বাঁধে। আগুন লাগিয়ে দেওয়া হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলেযায়। মৃদু লাঠি চার্জ করে হঠিয়ে দেয় দু'পক্ষকে। অভিযোগের প্রেক্ষিতে এক ইভটিজারকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি। অভিযোগ, ইভটিজার ও হামলাকারীরা ভিন্ন সম্প্রদায়ের বলে পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে না।

প্রথমে বিজেপি জেলা সম্পাদক দেবতনু ভট্টাচার্য, বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা থানার সামনে স্থানীয়দের নিয়ে রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ দেখান। পুলিশ সাতদিন সময় চাইলে তারা বিক্ষোভ তুলে নেন। এরপর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল রাতে রাস্তা অবরোধ করেন। আক্রান্তদের নিয়ে থানার সামনে বসে পড়েন। দাবি তোলেন, ১০ জন হামলাকারী-সহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে তিনি অবস্থান চালিয়ে যাবেন। পুলিশ সাতদিন সময় চান। ক্ষোভ আরও বাড়তে থাকে। শেষপর্যন্ত এসিপি এসে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। পুলিশ আশ্বাস দিলে রাত দু'টো নাগাদ অবস্থান তোলেন অগ্নিমিত্রা পাল।

উল্লেখ্য, এই পাড়ায় বছরে তিনবার করে অন্তত সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। তাই বসানো হয়েছে পুলিশ পিকেটিং। এই ঘটনাকে সামনে রেখে যেন কোনও গুজব না ছড়ায় ও সাম্প্রদায়িক হিংসার ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের তরফ থেকে আবেদন করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বধূকে কটূক্তির প্রতিবাদ করায় বাড়িতে হামলা!
  • বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই বাঁধে আসানসোলে।
  • অশান্তি বাড়তেই দু'পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি চলে।
Advertisement