shono
Advertisement
Garulia

'ওয়ার্ডে কাজই হয় না', বৈঠকের আগেই কাউন্সিলরের অভিযোগে রণক্ষেত্র গারুলিয়া পুরসভা

শেষমেশ ঝগড়া মিটে পুরসভায় বোর্ড মিটিং হয়েছে, হাজির ছিলেন নির্দল কাউন্সিলরও।
Published By: Sucheta SenguptaPosted: 08:40 PM Jun 13, 2025Updated: 09:06 PM Jun 13, 2025

অর্ণব দাস, বারাকপুর: বোর্ড মিটিং শুরুর আগেই তুমুল হট্টগোলের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তর ২৪ পরগনার গারুলিয়া পুরসভা। একাধিক অভিযোগ তুলে বোর্ড মিটিং বানচাল করতে চাইছেন বলে অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে। শুক্রবার গারুলিয়া পুরসভার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার গেটেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন কাউন্সিলর ও চেয়ারম্যান ইন কাউন্সিল। এত বিশৃঙ্খলার পরও অবশ্য পুরসভায় বৈঠক হয়েছে। হাজির ছিলেন সেই কাউন্সিলরও।

Advertisement

গারুলিয়া পুরসভার বৈঠক ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। নিজস্ব চিত্র।

শুক্রবার গারুলিয়া পুরসভার বোর্ড মিটিং ছিল। থাকার কথা ছিল সমস্ত কাউন্সিলরের। ৯ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর মকসুদ হাসান বোর্ড মিটিং শুরু হওয়ার আগে সভাকক্ষের গেটের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পালটা বৈঠক শুরু করতে তৃণমূল কাউন্সিলররা তাঁর সঙ্গে বচসা শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা প্রাঙ্গণ। নির্দল কাউন্সিলর মকসুদ হাসান দাবি করেন, "আমার ওয়ার্ডে পুরসভা কোনও কাজ করে না। এলাকার রাস্তার অবস্থা বেহাল। উপরন্তু দেখলাম, ফেরি পারাপারে ভাড়া বাড়ানো হবে। শ্মশানঘাট দীর্ঘদিন বন্ধ। এনিয়ে ওয়ার্ডের বাসিন্দারা অসন্তুষ্ট। তাই প্রতিবাদ জানিয়েছি।"

যদিও অভিযোগ অস্বীকার করে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (স্বাস্থ্য) সুব্রত মুখোপাধ্যায় জানান, "ওঁর ওয়ার্ডের সব কাজ হয়েছে। চেয়ারম্যান কেএমডিএ-কে দিয়ে ৯ নম্বর ওয়ার্ডে কাজ করাচ্ছে। কিছুই ইস‍্যু নেই। লোক দেখাতে এমনটা করেছে। কাজে বাধা দেবে, বৈঠক করতে দেবে না, এটা ডেকোরাম নয়। এভাবে বোর্ড মিটিং বন্ধ করা যায় না।" যদিও শেষমেশ এদিন গারুলিয়া পুরসভার বোর্ড মিটিং হয়েছে, নির্দল কাউন্সিলর নিজেও উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গারুলিয়া পুরসভার বোর্ড মিটিংয়ের আগে ধুন্ধুমার গারুলিয়া পুরসভায়।
  • ওয়ার্ডে কোনও কাজ হয় না বলে অভিযোগে সরব নির্দল কাউন্সিলর জড়ালেন তর্কে।
  • শেষ পর্যন্ত বোর্ড মিটিংয়ে হাজির হলেন তিনি।
Advertisement