shono
Advertisement
Murshidabad

ওয়াকফ অশান্তিতে জাফরাবাদে বাবা-ছেলে খুনে চার্জশিট পেশ সিটের, অভিযুক্ত ১৩ জন

ঘটনার ৫৬ দিনের মাথায় আদালতে চার্জশিট দিল পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 04:25 PM Jun 06, 2025Updated: 04:32 PM Jun 06, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: জাফরাবাদে বাবা-ছেলে খুনে চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল। ১৩ জনকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট পেশ। ঘটনার ৫৬ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। দ্রুত শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে একাধিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। তার উপর ভিত্তি করে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে আজ, শুক্রবার চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তরা কীভাবে ঘটনা ঘটিয়েছেন ও তারপর গা ঢাকা দিয়েছিলেন, তাঁদের কোথা থেকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে সমস্তটাই চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফত খবর। তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করে দ্রুত শুনানির কথা বলেছেন।

উল্লেখ্য, মুর্শিবাদের ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সময় ১২ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য। ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে তদন্ত চলে। খুনে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব অভিযুক্তই ঘটনার পর গা ঢাকা দিয়েছিল। পুলিশের দাবি, তদন্তে উঠে এসেছে জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্তের পর আজ শুক্রবার জঙ্গিপুর আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। এদিকে সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা  হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাফরাবাদে বাবা-ছেলে খুনে চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল।
  • ১৩ জনকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট পেশ। ঘটনার ৫৬ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে চার্জশিট দিল পুলিশ।
  • দ্রুত শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।
Advertisement