সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বড় পুকুরিয়া এলাকা। রবিবার রাতে দু’পক্ষের বোমাবাজিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী। স্থানীয় বাসিন্দারা বোমাবাজির এই ঘটনাকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বলে দাবি করলেও, তা অস্বীকার করছে দুটি রাজনৈতিক দলই। ঘটনার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও এখনও উত্তেজনা রয়েছে এলাকায়।
[আরও পড়ুন: ফের গণপিটুনিতে খুন যুবক, জনসচেতনতায় আশার আলো দেখিয়েও পিছিয়ে আলিপুরদুয়ার]
ঢোলাহাট এলাকায় তাহির ও সইদুল্লা গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। কারণ, তাহের বিজেপির সমর্থক। আর এলাকায় তৃণমূলের সক্রিয় সমর্থক বলে পরিচিত সইদুল্লা। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় ঢোলাহাটের বড় পুকুরিয়ায় তাহির ও সইদুল্লার গোষ্ঠীর মধ্যে বোমার লড়াই শুরু হয়। সেই সময় ওই এলাকায় একটি দোকানে খাবার কিনতে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ওই শিশু। বাড়ি ফেরার সময় দু’পক্ষের বোমাবাজির মাঝে পড়ে যায় ওই খুদে। বোমার আঘাতে গুরুতর আহত হয় সে। ঘটনাটি স্থানীয়দের নজরে পড়তেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। অত্যন্ত সংকটজনক অবস্থায় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই খুদে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
স্থানীয় সূত্রে খবর, আগে তাহের ও সইদুল্লা দু’জনেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু কিছুদিন আগে তাহের তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরেছে। এরপর থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ঢোলাঘাট। তবে তৃণমূল, বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ বলতে নারাজ। ঢোলাহাট থানার পুলিশও এই ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ বলে মানতে চাননি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বোমাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতের বোমাবাজির ঘটনার জেরে সোমবার সকালেও থমথমে এলাকা।
[আরও পড়ুন: উলটপুরাণ! গণপিটুনির হাত থেকে যুবককে বাঁচলেন স্থানীয়রাই]
The post তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঢোলাহাট, বোমাবাজিতে আহত শিশু appeared first on Sangbad Pratidin.
