অর্ক দে, বর্ধমান: বর্ধমান স্টেশনের লাগেজ স্ক্যানারে আটকে গেল শিশুর হাত। শনিবার বিকেলে এই ঘটনায় বর্ধমান স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য। প্রায় আধঘণ্টা পর শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় কাঠগড়ায় রেল কর্তৃপক্ষ।
বর্ধমান স্টেশনের আরপিএফের আধিকারিক মনোজ কুমার জানান, শনিবার বিকেল ৪ টে ৩৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ল্যাগেজ স্ক্যানারের মধ্যে কিছু একটা কুড়োতে যায় শিশু। তাতেই তার ডান হাত আটকে যায়। জানা গিয়েছে জিৎ মুর্মু নামে ওই শিশুটি আট বছর বয়সি হবে। মহেশপুরের উড়াডাঙার বাসিন্দা। স্টেশনে কর্তব্যরত এক আরপিএফ শিশুটিকে উদ্ধার করে। প্রায় আধ ঘন্টা বাচ্চাটির হাত ল্যাগেজ স্ক্যানারে আটকে ছিল। এই ঘটনায় কাঠগড়ায় রেল পুলিশ। তাদের চূড়ান্ত উদাসীনতায় এই ঘটনা ঘটেছে মনে করছেন অনেকে।
[আরও পড়ুন: মুর্শিদাবাদ-সহ ৫ জেলায় চাকরির নামে তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার! ৪০ পাতার চার্জশিট সিবিআইয়ের]
দিনকয়েক আগে হাওড়ার শিবপুরের কাজিপাড়ায় অভিজাত শপিং মলের চলন্ত সিঁড়িতে শিশুর হাত আটকে যায়। ওই শিশুটি এসক্যালেটরের সামনে খেলা করছিল। খেলার ছলে গিয়ে সিঁড়িতে হাত দিতেই দুর্ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বর্ধমান স্টেশনে লাগেজ স্ক্যানারে শিশুর হাত আটকে যাওয়ার ঘটনায় জোর শোরগোল।
