shono
Advertisement
CISF

চোর সন্দেহে বেধড়ক মার সিআইএসএফের, কুলটিতে মৃত যুবক, বিক্ষোভ স্থানীয়দের

ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুলটি থানার পুলিশ।
Published By: Subhajit MandalPosted: 09:56 AM Sep 09, 2024Updated: 09:56 AM Sep 09, 2024

শেখর চন্দ্র, আসানসোল: চোর সন্দেহে বেধড়ক মার সিআইএসএফের। কুলটিতে মৃত স্থানীয় যুবক। কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। কারখানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, কারখানায় চুরি করতে ঢুকে সিআইএসএফের হাতে ধরা পড়ে দুই যুবক। দুজনকেই বেধড়ক মারধর করেন সিআইএসএফ জওয়ানরা। তাতেই মৃত্যু হয়েছে একজনের।

Advertisement

সোমবার সকালে কারখানার বাইরে পাঁচিলের পাশে এলসি মোড়ের কাছে দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একজন মারাত্মক জখম, অন্যজন মৃত। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতের নাম ভিকি রুইদাস। হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন।

[আরও পড়ুন: নির্বাচনের আগে নাশকতার ছক বানচাল, কাশ্মীরে সেনার হাতে নিকেশ ২ পাক জঙ্গি]

স্থানীয়দের দাবি, সম্ভবত কুলটির কারখানায় লোহা চুরি করতে ঢুকেছিল তারা। ধরা পড়ে সিআইএসএফের হাতে। বেধড়ক পেটানো হয় ওই দুই যুবককে। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুলটি থানার পুলিশ।

[আরও পড়ুন: ‘যে দেশে সীতাহরণ হলে রামায়ণ হয়…’, আর জি কর নিয়ে কড়া বার্তা মোহন ভাগবতের]

উল্লেখ্য, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে সিআইএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন বহুদিনের। কয়লা পাচার রোখার ক্ষেত্রে ব্যর্থতা থেকে স্থানীয়দের উপর 'অত্যাচার', এমন বহু অভিযোগ ওঠে কেন্দ্রীয় আধাসেনা জওয়ানদের বিরুদ্ধে। এর আগে শাসকদলও বহুবার সিআইএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সোমবারের ঘটনাতেও ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোর সন্দেহে বেধড়ক মার সিআইএসএফের।
  • কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে।
  • কারখানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা।
Advertisement