shono
Advertisement

মদ্যপানের আসরে কানে গুলি, নদিয়ায় সিভিক ভলান্টিয়ারের খুনে চাঞ্চল্য

রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি নিহত সিভিক ভলান্টিয়ার৷ The post মদ্যপানের আসরে কানে গুলি, নদিয়ায় সিভিক ভলান্টিয়ারের খুনে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 01:44 PM May 13, 2019Updated: 01:44 PM May 13, 2019

পলাশ পাত্র, তেহট্ট: রাতভর নিখোঁজ থাকার পর এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার হাঁসখালি থানা এলাকার ব্রাহ্মণপাড়ায়৷ সোমবার  সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে এক স্কুলের মাঠে বসানো অবস্থায় উদ্ধার হয় বছর কুড়ির ওই সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ৷ আর তাতেই রহস্য আর জমাট বাঁধছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, একেবারে নিখুঁত পরিকল্পনা করে খুন করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: ভোটের মাঝে কোটি টাকা-সহ আসানসোলে গ্রেপ্তার ২, দানা বাঁধছে রহস্য]

রবিবার রাত প্রায় ৮টা৷ আচমকাই ব্রাহ্মণপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান পেশায় সিভিক ভলান্টিয়ার শ্রীকুমার শর্মা৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে স্কুলের মাঠে শ্রীকুমারকে বসে থাকতে দেখেন এক মহিলা৷ তিনি কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকতেই বুঝতে পারেন, শ্রীকুমার মৃত৷ দেহটিকে কেউ বা কারা ওভাবে বসিয়ে রেখে গিয়েছিল৷ এমন দৃশ্যে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি হাঁসখালি থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে৷ যুবকের কানের পাশে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে বুঝতে পারে পুলিশ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

মাস চারেক আগে শ্রীকুমার হাঁসখালি থানায় সিভিক ভলান্টিয়ারের ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন৷ কিন্তু প্রায়শয়ই ট্রেনিংয়ের নিয়ম ভাঙার বলে অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে৷ ট্রেনিংয়ে অনুপস্থিত থাকা, যখন-তখন বেরিয়ে পড়া – এসবের জেরে তাঁকে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল৷ শ্রীকুমারকে নিয়ে এমন রিপোর্টের কথা মেনে নিয়েছেন নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমারও৷ তবে পরবর্তী সময়ে যুবকের অনুরোধ-উপরোধ এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার প্রতিজ্ঞায় ফের শ্রীকুমারকে ট্রেনিংয়ে ফিরিয়ে নেওয়া হয়৷ পোস্টিংও দেওয়া হয়৷ তবে কাজ করতে গিয়েও একাধিকবার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে৷ তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পরিবারের সদস্যরাও৷ অভিযোগ, প্রায়ই মদ্যপান করে অসংলগ্ন আচরণ করতেন তিনি৷

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল]

জানা গিয়েছে, রবিবার বাড়ি থেকে বেরিয়ে শ্রীকুমার পরিচিতদের সঙ্গে মদ্যপান করছিলেন৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই কোনও বচসার জেরে খুন হতে হয়েছে সিভিক ভলান্টিয়ারকে৷ আবার ঘটনাস্থলের নমুনা দেখে তদন্তকারীদের সন্দেহ, একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে শ্রীকুমারকে৷ তবে খুনে জড়িত সন্দেহে এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ শুরু হয়েছে তদন্ত৷

ছবি: সঞ্জিত ঘোষ

The post মদ্যপানের আসরে কানে গুলি, নদিয়ায় সিভিক ভলান্টিয়ারের খুনে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement