shono
Advertisement

সন্তানদের অবহেলায় আত্মহত্যার চেষ্টা, প্রৌঢ়াকে বাঁচালেন সিভিক ভলান্টিয়ার

কাটোয়ায় মানবিকতার নজির৷ The post সন্তানদের অবহেলায় আত্মহত্যার চেষ্টা, প্রৌঢ়াকে বাঁচালেন সিভিক ভলান্টিয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Oct 02, 2018Updated: 09:08 PM Oct 02, 2018

ধীমান রায়, কাটোয়া: বৃদ্ধ বয়সে সন্তানদের অবহেলা সহ্য করতে পারছিলেন না৷ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন সত্তরোর্ধ্ব এক প্রৌঢ়া৷ সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়৷

Advertisement

[মাছ ধরার ছিপে উঠল সদ্যোজাতের দেহ! চাঞ্চল্য সিউড়িতে]

কাটোয়ার পানুহাটের পশ্চিমপাড়ায় থাকেন একাত্তর বছরের ইশানী রানু৷ স্বামী প্রয়াত৷ ওই বৃদ্ধার তিন ছেলে৷ কেউ হকারি করেন, কারও আবার ছোটখাটো ব্যবসা৷ সকলে যে যার মতো আলাদা থাকেন৷ বৃদ্ধা মা-কে দেখে না ছেলেরা৷ বরং মায়ের দায়িত্ব কে নেবে? তা নিয়ে নিত্য অশান্তি লেগেই থাকে৷ ছোট থেকে যাদের বুকে আগলে মানুষ করলেন, তাদের এমন আচরণে মানসিক আঘাত পেয়েছিলেন ইশানীদেবী৷ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি৷ মঙ্গলবার সকালে কাটোয়ার মরিঘাটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেন ওই বৃদ্ধা৷ ঘটনাচক্রে তখন গঙ্গায় স্নান করতে এসেছিলেন ভাতার থানার সিভিক ভলান্টিয়ার অমিত পাল৷ তিনি বলেন, ‘‘ঘাটে সাইকেল রেখে সবে জামাপ্যান্ট ছাড়ছি৷ দেখি এক বৃদ্ধা জলে তলিয়ে যাচ্ছেন৷ গঙ্গায় ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করি৷’’ ইশানীদেবীকে যখন পাড়ে নিয়ে আসেন অমিত, ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন৷ ওই বৃদ্ধাকে একাই কাটোয়া মহকুমা হাসপাতালে যান ওই সিভিক ভলান্টিয়ার৷ চিকিৎসকরা জানিয়েছেন, ভাল আছেন ইশানী রানু৷

এদিকে ঘটনার খবর পেয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আসেন ইশানী রানুর পুত্রবধূ ও নাতিরা৷ পুত্রবধূ টুম্পা রানুর দাবি, তাঁর শাশুড়ির গঙ্গাস্নান করার খুব নেশা৷ বাড়িতে কাউকে না জানিয়েই কাটোয়ার মরিঘাটে চলে গিয়েছিলেন তিনি৷ কিন্তু, বাড়ির লোক আসার আগেই হাসপাতালে কয়েকজনের কাছে ইশানীদেবী নিজের দুর্দশার কথা জানিয়েছিলেন বলে খবর৷  পৈতৃক বাড়ি কাটোয়ার সুদপুরে গ্রাম৷ কিন্তু ছোট থেকে ভাতারের মামাবাড়িতে থাকেন অমিত পাল৷ ভাতার থানায় সিভিক ভলান্টিয়ারের চাকরি করেন তিনি৷ ভাতার থানার ওসি পুলক মণ্ডল বলেন, ‘‘অমিতের জন্য আমরা গর্বিত৷’’

ছবি: জয়ন্ত দাস

[ দুঃস্থ পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে পুজোয় জামা উপহার শিক্ষকদের

The post সন্তানদের অবহেলায় আত্মহত্যার চেষ্টা, প্রৌঢ়াকে বাঁচালেন সিভিক ভলান্টিয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement