shono
Advertisement

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল বহু দোকান, রণক্ষেত্র তুফানগঞ্জ

প্রতিবাদে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। The post তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল বহু দোকান, রণক্ষেত্র তুফানগঞ্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Oct 23, 2019Updated: 02:43 PM Oct 23, 2019

বিক্রম রায়, কোচবিহার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা। অভিযোগ, তৃণমূলের বাইক মিছিলকারীরাই বিজেপির দলীয় কার্যালয় এবং একাধিক দোকানে ভাঙচুর চালায়। পালটা পথ অবরোধ করেন ব্যবসায়ী এবং বিজেপি কর্মীরা। তাঁদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পুলিশি লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

বুধবার সকালে কোচবিহারের তুফানগঞ্জের এক নম্বর ব্লকের চিলাখানায় একটি বাইক মিছিল করে তৃণমূল। অভিযোগ, ওই মিছিলকারীরা বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায়। স্থানীয় বেশ কয়েকটি দোকানপাটে ঢিল ছোঁড়ে বিক্ষোভকারীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় কয়েকটি দোকানেও। চিলাখানা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। এরপর ব্যবসায়ীরা কোচবিহার হয়ে অসমগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তাঁদের সঙ্গে শামিল হন বিজেপি কর্মীসমর্থকরাও। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়েই তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অবরোধ তোলার আবেদন জানান পুলিশকর্মীরা। ব্যবসায়ীরা অবরোধ তুলতে সম্মত হয়। অবরোধ তোলার পরই মিছিল শুরু করেন ব্যবসায়ী এবং বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই মিছিলেও বেশ কয়েকজন হামলা চালায়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

[আরও পড়ুন: ভোররাতে ভয়াবহ আগুন বনগাঁয়, গোটা পাড়াকে বাঁচালেন ‘চিনু পাগলি’]

তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। মিছিলকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। এই ঘটনার পর থেকেই থমথমে চিলাখানা বাজার। নতুন করে যাতে আর কোনও অশান্তি দানা বাঁধতে না পারে তাই ওই এলাকা টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।

ছবি: দেবাশিস বিশ্বাস

The post তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভাঙল বহু দোকান, রণক্ষেত্র তুফানগঞ্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement