shono
Advertisement

গ্রামবাসী-BSF সংঘর্ষে রণক্ষেত্র জলঙ্গি, চলল এলোপাথাড়ি গুলি

এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। The post গ্রামবাসী-BSF সংঘর্ষে রণক্ষেত্র জলঙ্গি, চলল এলোপাথাড়ি গুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Feb 02, 2020Updated: 02:29 PM Feb 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষে ফের উত্তপ্ত জলঙ্গি। অভিযোগ, গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালায় জওয়ানরা। আগুন লাগানো হয় গোয়ালঘরে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। 

Advertisement

জানা গিয়েছে, এদিন গরু নিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেই সময় সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা তাঁদের পথ আটকায়। গরুর সংখ্যা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিএসএফ জওয়ানদের। সেই সময় এগিয়ে যান মহিলারা। এরপরই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, তখনই দুই মহিলাকে বেধড়ক মারধর করে জওয়ানরা। দু’পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এরপরই গুলি চালায় জওয়ানরা।

[আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা! জমি দখলের প্রতিবাদ করায় ২ মহিলাকে বেধড়ক ‘মার’ তৃণমূলের]

গুলি ছিটকে একটি গোয়ালঘরে লাগায় সেখানে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে গোয়াল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও চলে সংঘর্ষ। দীর্ঘক্ষণ পর ধীরে ধীরে আয়ত্বে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের কথায়, এখনও আতঙ্কে তাঁরা। রাতের দিকে ফের বিএসএফ জওয়ানরা তাঁদের উপর হামলা চালানোর আশঙ্কায় গ্রামবাসীরা। 

[আরও পড়ুন: কেরলে ডাকাতি করে পালিয়ে আসার অভিযোগ, বসিরহাটে ধৃত বাংলাদেশি দুষ্কৃতী]

The post গ্রামবাসী-BSF সংঘর্ষে রণক্ষেত্র জলঙ্গি, চলল এলোপাথাড়ি গুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement