shono
Advertisement

অস্ত্র নিয়ে বালিখাদানে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার বিজেপি বিধায়কের ‘আপ্ত সহায়ক’

দলের কর্মীকে ফাঁসানো হচ্ছে বলেই দাবি বিজেপির।
Posted: 02:05 PM Jun 01, 2023Updated: 02:05 PM Jun 01, 2023

দেবব্রত দাস, পাত্রসায়ের: অস্ত্র নিয়ে বালি খাদানে গুণ্ডামি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগ। কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের (Harkali Pratihar) ‘আপ্ত সহায়ক’ হিসেবে পরিচিত বিকাশ ঘড়ুইকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ।বৃহস্পতিবার ঐ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও খবর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের ‘আপ্তসহায়ক’ হিসেবেই পরিচিতি বিকাশ ঘড়ুই নামে ঐ যুবক। তিনি কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বে রয়েছে বলেও জানা গিয়েছে। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী বিধায়কের আপ্ত সহায়ক বিকাশ ঘড়ুই অস্ত্র নিয়ে বালিখাদানে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার কোতুলপুরের বিজেপি বিধায়কের ‘আপ্ত সহায়ক’ দিনে-রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন। ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গিয়েছিলেন অভিযুক্ত। খাদান মালিক তা দিতে অস্বীকার করেন। এরপরই বিকাশ খাদান মালিককে হুমকি দেয় ও সেখানে থাকা জেসিবি-সহ বেশ কিছু যন্ত্রপাতি সে ভাঙচুর করে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ব্লক সভাপতিকে সোশ্যাল মিডিয়ায় হুমকি, বীরভূমে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য]

বিজেপির দাবি, তাঁদের দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, অবৈধ বালি খাদান বন্ধের দাবি জানানোয় তৃণমূলের সহযোগীতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিচ্ছে। এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবে না বলেও তিনি দাবি করেন।

[আরও পড়ুন: বাড়ির পাঁচিল নিয়ে বিবাদের জের, ভাইপোকে মেরে ঝুলিয়ে দিল কাকার পরিবার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement