shono
Advertisement

দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং

মুখ্যমন্ত্রীর ঘোষণায় উৎসব পাহাড়ে। The post দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং appeared first on Sangbad Pratidin.
Posted: 05:19 PM Feb 14, 2017Updated: 11:49 AM Feb 14, 2017

কিংশুক প্রামাণিক: পাহাড়জুড়ে উৎসব৷ গ্রাহাম স্কুলের মাঠে কালিম্পংকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে বেশ কয়েকটি নয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা৷ মোর্চা নেতৃত্ব এই সিদ্ধান্তে কোণঠাসা৷ মঙ্গলবার, সন্ধ্যায় নয়া জেলা প্রশাসনের সঙ্গে ডিনার করবেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, মন্ত্রী ও কলকাতা থেকে আসা অতিথিরাও সেই ডিনারে থাকবেন৷ ১৮৬৬ সালে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিল কালিম্পং৷ এদিন আলাদা হল৷

Advertisement

(প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই)

সোমবার সন্ধ্যায় মমতা যখন কালিম্পং পৌঁছলেন তখন আলোয় ভাসছে শৈলশহর৷ এত আলো এর আগে দেখা যায়নি৷ তিস্তা বাজার থেকে ডম্বুর চক, এই যাত্রাপথে কখনও লেপচা, কখনও ভুটিয়া, কখনও শেরপারা রাস্তায় মানব বন্ধন করে উষ্ণ অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীকে৷ লেপচারা মুখ্যমন্ত্রীকে ‘কিংচুক ডারমিট’ বলে সম্বোধন করতেন৷ এদিন শোনা গেল ‘তাতা’ ও ‘নানা’৷ নেওয়ারদের ভাষায় ‘তাতা’ এবং মাগ্গারদের ‘নানা’ শব্দের অর্থ দিদি৷ রব উঠল ‘সিনে তাতা’৷ অর্থাত্‍ স্বাগত দিদি৷ আজ থেকে কালিম্পংয়ের পাশে গোর্খাল্যান্ড নয়, ওয়েস্টবেঙ্গল নামটাই বসবে৷ বাংলার ২১ তম জেলা৷ নতুন ডিএম, এসপিরা দায়িত্ব নেবেন৷ তারপর পুরসভা ভোট হবে৷ মমতার এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব মলয় দে, ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ, মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও ইন্দ্রনীল সেন৷

(দেওরের সঙ্গে মিলেই অন্ডালের যুবককে খুন করেছে স্ত্রী)

The post দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement