shono
Advertisement

নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানালেন মমতা

“নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷” The post নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানালেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:21 PM Jan 06, 2017Updated: 12:51 PM Jan 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে সাময়িকভাবে থমকে যেতে পারে দেশের অর্থনীতি৷ বৃহস্পতিবার এমন কথাই বলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যপালদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রণববাবু বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত দেশে কালো টাকার রমরমা রুখবে এবং দুর্নীতি দমন করতে সাহায্য করবে৷ কিন্তু এর ফলে সাময়িক সময়ের জন্য হলেও দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে৷”

Advertisement

রাষ্ট্রপতির এই বক্তব্যকেই স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বলেছেন, “নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷” বৃহস্পতিবার রাতে এক টুইটে এই কথা জানান তিনি৷

প্রসঙ্গত, প্রাথমিক পর্যায় থেকেই প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তৃণমূল-সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি৷ নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই ইস্যুতেই কেন্দ্রের বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা৷ এর মধ্যে রাষ্ট্রপতির দরিদ্রদের স্বার্থরক্ষা নিয়ে মুখ খোলায়, তাঁর বক্তব্যকে যে হাতিয়ার করবে বিরোধীরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷

নোট বাতিলে সাময়িক থমকাতে পারে অর্থনীতি, মত রাষ্ট্রপতির

The post নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে স্বাগত জানালেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement