সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রশাসনির আধিকারিক ছাড়াও রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। গোটা মন্দির চত্বর খুঁটিয়ে দেখেন তিনি। কীভাবে বিগ্রহ তৈরি হবে, কীভাবে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া হবে, তা নিয়ে কথা বলেন আধিকারিকের সঙ্গে।
জগন্নাথ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে মঙ্গলবারই দিঘা পৌঁছন মুখ্যমন্ত্রী। বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে যান তিনি। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক, বিধায়ক ছাড়াও রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। গোটা মন্দির পরিদর্শন করেন তিনি। কোথায় কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন। কীভাবে কাজ এগোচ্ছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চান মমতা। বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। সম্ভবত সেখানে থাকবেন রাধারমণ দাস।
উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার।