shono
Advertisement

‘মৌসম কংগ্রেস ছেড়ে ভাল করেছে’, মালদহের সভা থেকে বিরোধীদের সপাট জবাব মমতার

উত্তর মালদহ কেন্দ্রের সামসিতে মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা৷ The post ‘মৌসম কংগ্রেস ছেড়ে ভাল করেছে’, মালদহের সভা থেকে বিরোধীদের সপাট জবাব মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Apr 18, 2019Updated: 03:13 PM Apr 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সরকার গঠনে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ তাই বিয়াল্লিশে ৪২ চাইই চাই৷ বৃহস্পতিবার উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সামসিতে দলীয় প্রার্থী মৌসম বেনজির নূরের হয়ে প্রচারে গিয়ে ফের এই বক্তব্যে জোর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘মৌসমকে ভোট দিয়ে জেতান৷ অন্য কাউকে ভোট দেবেন না৷’

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্য সভায় বিজেপি নেতাকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল]

উত্তর মালদহ কেন্দ্রের দীর্ঘদিনের কংগ্রেস সাংসদ গণিখান পরিবারের সদস্য মৌসম বেনজির নূর৷ লোকসভা নির্বাচনের আগেই তিনি এতদিনকার দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ একই কেন্দ্রের টিকিটও পেয়েছেন৷ এতেই বিতর্ক উঠেছিল৷ মৌসমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে কংগ্রেস কংগ্রেস তাঁর বিরুদ্ধে প্রচার করছিল৷ কিন্তু এদিন বক্তব্যের শুরুতেই সেই বিতর্ক চাপা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্পষ্ট দাবি, ‘অনেকে বলছেন, মৌসম অন্যায় করেছে দল ছেড়ে৷ কিন্তু না, মৌসম কোনও অন্যায় করেনি৷ বরং একেবারে সঠিক কাজ করেছে তৃণমূলে যোগ দিয়েছে৷ শুধু মৌসম কেন, মুর্শিদাবাদের দুই কংগ্রেস নেতা অধীর চৌধুরির ছাড়া থেকে সরে এসে তৃণমূলে যোগ দিয়েছে৷ অনেক নেতা দিনে কংগ্রেস করে, রাতে বিজেপি-আরএসএসের সঙ্গে আঁতাঁত করে৷’ তাঁর নিশানায় যে অধীর চৌধুরি, তা স্পষ্ট৷  

তাঁর কথায়, ‘এই জায়গায় মৌসমকে আবারও জেতাতে হবে৷ আপনারা যদি চান বিজেপি চলে যাক, তাহলে মৌসমকে জেতান৷ মৌসমকে ভোট দিন, অন্য কাউকে নয়৷ ও আমাদের কাছে থাকবে৷ আমরা ওকে এখানকার উন্নয়নের কাজে সাহায্য করব৷’ সামসির সভা থেকে এদিন উঠল নতুন স্লোগান৷ মমতা বললেন, ‘নরেন্দ্র মোদি সরকার/স্বৈরাচারী সরকার’, ‘নরেন্দ্র মোদি সরকার/বেরোজগেরে সরকার, চা’ওয়ালা গেল কোথায়/মোদিবাবু জবাব দাও৷’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের একেকটা ভোট, ওদের গালে একেকটা থাপ্পড়৷’ মানুষ নির্বাচনের মাধ্যমে ওদের জবাব দেবে৷ একটা ভোট, একটা থাপ্পড়৷

[আরও পড়ুন: পুরুলিয়ায় ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

এদিনও মুখ্যমন্ত্রী এনআরসি ইস্যু নিয়েও তোপ দেগেছেন৷ উপস্থিত জনতার উদ্দেশে তাঁর আহ্বান, ‘এনআরসি-র বদলা নিতে হবে৷ নাহলে আপনাদের, আমাদের তাড়িয়ে দেবে৷ এনআরসি মানে কী জানেন? ন্যাশনাল বিদায় সার্টিফিকেট৷’ সেইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, অন্ধ্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে বিগ জিরো পাবে বিজেপি৷ উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীরা সব ভোট পাবেন৷ ভাবছেন, বাংলায় ভোট পাবেন? কিচ্ছু হবে না৷ আমি যতদিন থাকব, ততদিন সংকীর্ণ রাজনীতি করতে দেব না৷ বাংলা ভাগ, সাম্প্রদায়িক অশান্তি–কোনওকিছু করা যাবে না বাংলায়৷’ এদিন সামসিতে মুখ্যমন্ত্রীর সভায় ব্যাপক ভিড়ের মাঝে খানিকটা বিশৃঙ্খলা দেখা যায়৷ তাতে কিছুটা বিরক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সকলকে শান্ত করে তিনি বক্তব্য শুরু করেন৷

The post ‘মৌসম কংগ্রেস ছেড়ে ভাল করেছে’, মালদহের সভা থেকে বিরোধীদের সপাট জবাব মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement