shono
Advertisement

Breaking News

নেশার টাকা জোগাড়ে কোলের সন্তানকে বিক্রি! পানিহাটিতে গ্রেপ্তার দম্পতি

শিশু পাচার চক্র যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
Posted: 12:35 PM Jul 23, 2023Updated: 01:16 PM Jul 23, 2023

অর্ণব দাস, বারাকপুর: নেশায় বুঁদ বাবা-মা। সেই টাকা জোগাড় করতে দুধের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল পানিহাটির এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ পেতেই দম্পতি-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কত টাকার বিনিময় শিশুটিকে কার কাছে বিক্রি করা হয়েছে তা স্পষ্ট নয়। এর পিছনে শিশু পাচার চক্র যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর অঞ্চলে নিজের ছ’মাসের শিশুপুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবা ও মায়ের বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র শনিবার রাতে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী, মা সাথী চৌধুরী এবং শিশুটির ঠাকুরদা কানাই চৌধুরীকে। তবে এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

[আরও পড়ুন: হিমাচলে দুর্যোগের বলি আরও ৭, একটানা বৃষ্টিতে গুজরাটে ডুবে মৃত্যু অন্তত তিন জনের]

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা দিনভর নেশায় বুঁদ হয়ে থাকতেন। বহু ছেলে মেয়ে প্রতিদিন তাঁদের বাড়িতে আসত। সেখানে অসামাজিক কাজকর্ম চলত। বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁরা এই অসামাজিক কাজ বন্ধ করেনি। তারপরই টাকার জন্য শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। ১১ নম্বর ওয়ার্ডের পুরপিতা তারক গুহ জানিয়েছেন, শনিবার রাতে জয়দেব নিজের মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। সেই নিয়ে অশান্তি বাঁধে। তারপর বিষয়টি জানাজানি হয়। তিনি আরও জানান, কিছুদিন ধরেই শিশুটির খোঁজ মিলছিল না। বারবার জিজ্ঞেস করলে পরিবারের সদস্যরা জানিয়েছেন শিশুটি তাঁর দিদিমার কাছে আছে। এখন জানা গিয়েছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছে এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ, খুনের অভিযোগ পরিবারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement