রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাড়ি থেকে পালিয়ে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা। নিউ দিঘার একটি হোটেল থেকে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। এদিকে, এই ঘটনায় মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন বাবা। অভিযুক্তকে না পেয়ে তাঁর বাবাকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[বিয়ের প্রস্তাব নাকচ, প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধৃত যুবক]
মৃতেরা হল প্রদীপ নায়েক ও তাঁর প্রেমিকা পৌলমী রাউত। প্রদীপের বাড়ি পূর্ব মেদিনীপুরে রামনগরের দিগশাল এলাকায়। পৌলমীও রামনগরেরই বাসিন্দা। তার বাড়ি সালবালিসাই এলাকায়। পৌলমীর বয়স এখনও আঠেরো পেরোয়নি। বাড়ির লোকের দাবি, গত শনিবার টিউশনি পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। কিন্তু, আর বাড়ি ফেরেনি সে। নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে প্রদীপ ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে রামনগর থানায় এফআইআর করেন পৌলমীর বাবা গৌতম রাউত। সেই অভিযোগের ভিত্তিতে প্রদীপের বাবা রাজকুমার নায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[ফের ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যু! স্ত্রী ও সন্তান-সহ আত্মঘাতী ডোমজুড়ের যুবক]
রবিবার রাতে নিউ দিঘার একটি হোটেল থেকে প্রদীপ ও পৌলমীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরী ও তাঁর প্রেমিক আত্মহত্যা করেছে। কিন্তু, আত্মহত্যার কারণ কী? তদন্তকারীরা জানিয়েছেন, প্রদীপ ও পৌলমীর সম্পর্ক নিয়ে দুই বাড়িতেই আপত্তি ছিল। তাই পরিকল্পনামাফিক বাড়ি থেকে পালিয়ে সম্ভবত কোনও মন্দিরে বিয়ে করে দুজনে। এরপরই প্রেমিকাকে নিয়ে নিউ দিঘার ওই হোটেলে উঠেছিলেন প্রদীপ। ইতিমধ্যেই ওই যুবক জানতে পারেন, পৌলমীকে অপহরণের অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা পথ বেছে নেয় দু’জনে।
[আরও আরামদায়ক টয়ট্রেন সফর, আসছে নয়া এসি রেক]
The post নিউ দিঘার হোটেলে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ, গ্রেপ্তার প্রেমিকের বাবা appeared first on Sangbad Pratidin.
