shono
Advertisement
Sodepur

হোটেলে বান্ধবীর সঙ্গে রাত কাটানো পরই মর্মান্তিক ঘটনা! সোদপুরে রহস্যমৃত্যু যুবকের

হোটেলে আসার কয়েকঘণ্টার মধ্যে বান্ধবী বেরিয়ে যান বলে জানিয়েছেন কর্মীরা। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 10:09 AM Feb 25, 2025Updated: 10:23 AM Feb 25, 2025

অর্ণব দাস, বারাকপুর: বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটানোর পর মর্মান্তিক পরিণতি। কয়েকঘণ্টা পরই হোটেলের ঘর থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরের মুড়াগাছা এলাকায়। পলাতক বান্ধবী। হোটেলের তরফে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে মুখ খুলতে চাননি ঘোলা থানার পুলিশ। শুরু হয়েছে বান্ধবীর খোঁজ।

Advertisement

জানা যাচ্ছে, সোদপুরের মুড়াগাছা এলাকার একটি হোটেলে রবিবার বান্ধবীকে নিয়ে এসেছিলেন বারাকপুরের বাসিন্দা বাবলু মণ্ডল। তখন বিকেল প্রায় পৌনে চারটে। ৩০৪ নং ঘরে ছিলেন তাঁরা। সন্ধ্যা নাগাদ বান্ধবীকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেন কর্মীরা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তাঁরা ঘর ছেড়ে দিচ্ছেন কি না। তাতে ওই যুবতী জবাব দেন, ঘর এখনই ছাড়ছেন না। তিনি দরকারে একটু বাইরে যাচ্ছেন, ফিরে আসবেন। এরপর আর কাউকেই দেখা যায়নি।

এক হোটেল কর্মীর বক্তব্য অনুযায়ী, পরের দিন হোটেলে চেক আউটের সময় পেরিয়ে গেলেও ৩০৪ নং ঘর থেকে কেউ না বেরনোয় খোঁজ নিতে যান হোটেলের কর্মীরা। দেখেন, বাবলু মণ্ডল উপুড় হয়ে পড়ে রয়েছেন, মুখ থেকে ফেনা বেরচ্ছে। তা দেখেই ঘোলা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বছর পঁয়ত্রিশের ওই যুবককে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পাঠানো হয় যুবকের পরিবারকে। কী কারণে মৃত্যু হল তাঁর? খুন নাকি খাবারে বিষক্রিয়া নাকি আত্মহত্যা? তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বান্ধবীর সঙ্গে ঝামেলার জেরে মৃত্যু হতে পারে। তবে যুবক আত্মঘাতী হয়েছেন নাকি বান্ধবীই খুন করে পলাতক, তা অজানা। বান্ধবীকে নাগালে পেলে অনেক ধোঁয়াশা কেটে যাবে বলে আশা তদন্তকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোদপুরের হোটেল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ।
  • বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটানোর পর রহস্যমৃত্যু, পলাতক যুবতী।
Advertisement