shono
Advertisement
Kalna

অসুস্থকে দেওয়া হল সাপে কামড়ানোর ইঞ্জেকশন! ছাত্রী মৃত্যুতে কাঠগড়ায় কালনা হাসপাতাল

রবিবার ওই ছাত্রীর ময়নাতদন্ত হয়েছে।
Published By: Suhrid DasPosted: 09:00 PM Jan 19, 2025Updated: 09:01 PM Jan 19, 2025

অভিষেক চৌধুরী, কালনা: চিকিৎসায় গাফিলতিতে ছাত্রীর মৃত্যু! তাকে সাপে কামড়ানোর ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলেছে মৃতার পরিবার। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা হাসপাতালে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর নাম সাধনা বসাক। কালনার ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। শনিবার দুপুরে অন্যদের সঙ্গে স্কুলে মিড ডে মিলের খিচুড়ি খেয়েছিল। স্কুল ছুটির সময় অসুস্থ হয়ে পড়ে সাধনা। শিক্ষিকারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। তার পরিবারকে খবর দেওয়া হয়। সুস্থ না হলে পরে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়, তাকে সাপের কামড়ের চিকিৎসা করা হয়েছিল। মৃতার বাবা বিষ্ণু বসাক বলেন, "মেয়ে স্কুলে খিচুড়ি খায়। এরপর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালে স্যালাইন ও ইঞ্জেকশন দেয়। সাপের কামড়ের চিকিৎসা করে। বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মেয়েকে মৃত বলে জানায়।"  তিনি আরও বলেন, "ওর সারা শরীরে কোথাও কিছু কামড়ায়নি। তা সত্ত্বেও এই চিকিৎসা কেন করা হল বুঝে উঠতে পারছি না। ভুল চিকিৎসার কারণে মেয়ের মৃত্যু হয়েছে বলে আমাদের অনুমান।"

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুমার গৌতম বিশ্বাস বলেন, "এখনও কোনও অভিযোগ পাইনি। ওই ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই স্পষ্ট হবে কী কারণে মৃত্যু হয়েছে।" রবিবার ওই নাবালিকার ময়নাতদন্ত হয়েছে বলে খবর। এদিন রাত পর্যন্ত ওই পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিকিৎসায় গাফিলতিতে ছাত্রীর মৃত্যু!
  • শনিবার স্কুল শেষে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল।
  • পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement