shono
Advertisement
Dilip Ghosh

মোদির দুর্গাপুরের সভায় ডাক পেলেন ‘কোণঠাসা’ দিলীপ, শমীক সভাপতি হতেই বাড়ছে গুরুত্ব?

১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ।
Published By: Gopi Krishna SamantaPosted: 12:52 PM Jul 14, 2025Updated: 02:29 PM Jul 14, 2025

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: অবশেষে সব জল্পনার অবসান। আগামী ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ পেলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। অর্থাৎ বঙ্গ বিজেপিতে শমীক যুগ শুরু হতেই দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জানা গিয়েছে, ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ। 

Advertisement

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকের চক্ষুশূলও হয়েছিলেন তিনি। এরই মধ্যে একের পর এক সভা-সমিতিতে দিলীপের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির। মাঝখানে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুঁসো শোনা গিয়েছিল। দিলীপকেও এনিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনিও জল্পনা উসকে দিয়েছিলেন। এমনকী ‘জলও নেই, পোনাও নেই’ বলে বঙ্গ রাজনীতিতে ‘জল্পনা’র নয়া সংজ্ঞা দিয়েছিলেন তিনি।

এরই মধ্যে পদ্ম শিবিরে সাংগঠনিক রদবদল হয়। সভাপতি পদে আসেন শমীক। যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ। এমনকী সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি। তবে দিলীপের মুখে শমীকের প্রশংসা শোনা গিয়েছিল। তারপরেই বর্তমান সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান দিলীপ। সেই সাক্ষাতের পরই সস্ত্রীক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন একসময়ের দাবাং পদ্ম নেতা।

এরই মধ্যে দুর্গাপুরে মোদির সভায় দিলীপ ডাক পাবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে ২০২৪-এর লোকসভায় বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ। যদিও সে সময় তাঁকে পরাজয় শিকার করতে হয়। সেই দুর্গাপুরেই '২৬-এর বিধানসভা ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল। যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ। তবে এই সভার পর রাজনীতির ময়দানে দিলীপকে ফের আগের ছন্দেই দেখা যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে সব জল্পনার অবসান।
  • আগামী ১৮ জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণ পেলেন একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য।
Advertisement