shono
Advertisement

মালদহের সামসি স্টেশনে DMU লোকালে যান্ত্রিক গোলযোগ, আটকে বহু দূরপাল্লার ট্রেন

যান্ত্রিক গোলযোগের কারণে লাইনের ট্র্যাকে আটকে যায় ট্রেনের চাকা। The post মালদহের সামসি স্টেশনে DMU লোকালে যান্ত্রিক গোলযোগ, আটকে বহু দূরপাল্লার ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:48 AM Feb 14, 2019Updated: 09:48 AM Feb 14, 2019

বাবুল হক, মালদহ: ট্র্যাকে চাকা আটকে বিপত্তি, দীর্ঘক্ষণ মালদহের সামসি স্টেশনে দাঁড়িয়ে ডিএমইউ লোকাল৷ বুধবার রাত থেকে ট্রেনটি দাঁড়িয়ে যায় লাইনের উপর৷ ফলে স্তব্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন৷ চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ বৃহস্পতিবার সকালে রেল কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Advertisement

[প্রেমে ফাঁসিয়ে পরপর চারবার বিয়ে, শ্রীঘরে গ্যারাজ মিস্ত্রি ]

জানা গিয়েছে, বিহারের কাটিহার থেকে মালদহের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি৷ বুধবার রাতে সামসি স্টেশনের ঢোকার পরই হঠাৎ ট্র্যাকে আটকে যায় ট্রেনের চাকা৷ ফলে রাত থেকে সেখানেই দাঁড়িয়ে যায় ডিএমইউ লোকালটি৷ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ট্রেনের যাত্রীরা৷ এমনকী, এই কারণে বিভিন্ন স্টেশনে আটকে যায় উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন৷ আটকে যায় পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, শতাব্দী এক্সপ্রেস, সরাইঘাটা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনগুলি৷ আপ লাইন দিয়ে অনেক ট্রেন পাশ করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ৷

[বেনজির কাণ্ড! মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ছাত্রীকে অপহরণ]

রেলের তরফে আটকে পড়া ডিএমইউ ট্রেনটিকে দ্রুত লাইন থেকে বের করার চেষ্টা করা হয়৷ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষজ্ঞদের একটি দল৷ লাইন কেটে ট্রেনের চাকা বাইরে বের করা হবে বলে রেল সূত্রে খবর৷ এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি৷ স্বাভাবিক হয় ট্রেন চলাচল৷ বর্তমানে আবারও আগের মতো শুরু হয়েছে ট্রেন চলাচল৷

The post মালদহের সামসি স্টেশনে DMU লোকালে যান্ত্রিক গোলযোগ, আটকে বহু দূরপাল্লার ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement