shono
Advertisement
Madhyamik

পরীক্ষার্থীদের নিরাপত্তায় জোর, মাধ্যমিকের আগে উত্তরবঙ্গের জঙ্গলে উড়ল ড্রোন

গ্রাম ও চা-বাগান এলাকা যেখানে হাতিদের করিডর রয়েছে সেখানে বাড়তি নজরদারি থাকছে।
Published By: Subhankar PatraPosted: 01:32 PM Feb 08, 2025Updated: 01:32 PM Feb 08, 2025

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: কোন জঙ্গলে কটা হাতির দল? মাধ্যমিক পরীক্ষা শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করল বনদপ্তর। এমনকী হাতির দলগুলোর গতিবিধির উপর নজর রাখতে নামানো হয়েছে ড্রোন এবং থার্মাল ক্যামেরা। জঙ্গল সংলগ্ন বনবস্তি, গ্রাম ও চা-বাগান এলাকার পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই নিজেদের কর্মসূচি সাজিয়ে ফেলেছে বনদপ্তর। সোমবার স্পর্শকাতর এই সকল এলাকার ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা করেছে প্রশাসন।

Advertisement

উত্তরবঙ্গ বন বিভাগের বনপাল এসকে মোলে জানান, জঙ্গল সংলগ্ন বনবস্তি, গ্রাম ও চা-বাগান এলাকা যেখানে হাতিদের করিডর রয়েছে সেখানে বাড়তি নজরদারি থাকছে। ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং রেঞ্জগুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলায় এই বছর ৩৬ হাজার ৬৮৮ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। ১০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে।

২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনই হাতির হামলায় মৃত্যু হয় জলপাইগুড়ির বৈকুন্ঠপুরের জঙ্গল সংলগ্ন টাকিমারির বাসিন্দা অর্জুন দাসের। বাবার সঙ্গে বাইকে করে জঙ্গলের রাস্তা ধরে পরীক্ষা কেন্দ্রে যাবার পথে হাতির হামলায় মৃত্যু হয় অর্জুনের। ঘটনার পুনরাবৃত্তি আটকাতে জঙ্গল পথে আঁটোসাঁটো হয় নিরাপত্তার ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন জঙ্গলের শর্টকাট রুটে যাতায়াত বন্ধ করে দেয় বনদপ্তর। এবারও যাতে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দা ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে যেতে পারে তার জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করল বনদপ্তর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোন জঙ্গলে কটা হাতির দল?
  • মাধ্যমিক পরীক্ষা শুরুর আটচল্লিশ ঘণ্টা আগে ডেটা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করল বনদপ্তর।
  • এমনকী হাতির দলগুলোর গতিবিধির উপর নজর রাখতে নামানো হয়েছে ড্রোন এবং থার্মাল ক্যামেরা।
Advertisement