রাজা দাস, বালুরঘাট: পিকনিক স্পটে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ। ধৃত ছয়জনের ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটি হয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলির থানার সারেংবাড়ি পিকনিক স্পটে। পুলিশের গায়ে হাত তোলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
[দুধের শিশুকে নিয়ে যেতে বাধা, শাশুড়ির মাথা ফাটিয়ে পালাল জামাই]
জেলার নামকরা পিকনিক স্পট সারেংবাড়ি ফরেষ্ট। মরশুম পড়তেই ছুটির দিনগুলোয় সেখানে ভিড় করছে বহু মানুষ। পিকনিক সেরে শনিবার সন্ধ্যায় একটি যুবকের দল ফিরছিল। সে সময় তাদের পিকআপ ভ্যান গিয়ে সজোরে ধাক্কা মারে বনবিতান বা ফরেস্টের মূল গেটে। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে যায় গেট। বনবিতানের কর্মীরা ছুটে গিয়ে গাড়ি আটক করে ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণ দিতে অস্বীকার করা মদ্যপ যুবকদের সঙ্গে কর্মীদের বচসা শুরু হয়। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে পুলিশকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশকেই মার খেতে হয় মদ্যপ যুবকদের হাতে। একজন এএসআই, তিনজন পুলিশ কর্মী এবং এক হোমগার্ডকে এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে যায় হিলি থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। মদ্যপ ছয় যুবককে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ।
[ইঁদুরে খেয়েছে হাজার লিটার মদ, আজব সাফাই পুলিশের]
ধৃতদের দুজন বালুরঘাট যুবশ্রী মোড় ও হিলির ত্রিমোহিনীতে থাকে। বাকি চারজন মালঞ্চ এলাকার বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গতকাল রাতেই হিলি থানায় অভিযোগ দায়ের করে বনবিতানের কর্মীরা। হিলি থানার ওসি টাসি থিরিং শেরপা জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এদিন আদালতে তোলা হয় ধৃতদের। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
The post পিকনিক স্পটে পুলিশকে মার মদ্যপদের, ধৃত ৬ যুবক appeared first on Sangbad Pratidin.
