shono
Advertisement

নিজের মাকেই গুলি করে খুন মদ্যপ ছেলের, শোরগোল চুঁচুড়ায়

গুণধর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post নিজের মাকেই গুলি করে খুন মদ্যপ ছেলের, শোরগোল চুঁচুড়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 12:16 PM Dec 22, 2017Updated: 06:46 AM Dec 22, 2017

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মধ্যবিত্ত বাঙালি পরিবারে মদ্যপানকে এখনও ঠিক ভাল চোখে দেখা হয় না। সুরায় আসক্তি মেনে নিতে পারেন না পরিবারের প্রবীণরা। এই নিয়ে বাড়িতে অল্প-বিস্তর অশান্তিও হয়। কিন্তু, তা বলে নিজের মাকেই গুলি করে খুন করবে মদ্যপ ছেলে! অবিশ্বাস্য মনে হলেও, এমনই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়। গুণধর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[ধৃত লস্কর জঙ্গি সমীরকে রাজ্যে আনার প্রক্রিয়া শুরু সিআইডির]

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছেলের নাম রাজু তিওয়ারি। বৃহস্পতিবার রাতে এগারোটা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে রাজু। মদের নেশায় বেসামাল ছেলেকে দেখে মেজাজ হারান মা জ্যোৎস্না তিওয়ারি। ছেলেকে বকা-ঝকা তো করেনই, দরজা খুলতেও অস্বীকার করেন তিনি। আর তাতেই মায়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাজু। অভিযোগ, নিজের মাকে লক্ষ্য করে রিভলভার থেকে গুলি চালিয়ে দেয় সে। জ্যোৎস্নাদেবীর বুকের বাঁ দিকে গুলি লাগে। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে পালিয়ে যায় রাজু। আশঙ্কাজনক অবস্থায় জ্যোৎস্নাকে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার ভোরে হাসপাতালে মারা যান তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ছেলের সন্ধানের তল্লাশি শুরু করে পুলিশ। ধরাও পড়ে যায় রাজু। তার বিরুদ্ধে খুনের মামলা রজু করেছে পুলিশ।

কিন্তু, শুধুমাত্র রাতে দরজা খুলে দিতে না চাওয়াতেই কি নিজের মা-কে গুলি করে খুন করল রাজু?  নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে?  রিভলভারই বা সে কোথা থেকে পেল? তাহলে কি রাজু কোনও দুষ্কৃতীচক্রের সঙ্গে জড়িত ছিল?  এখন এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

[ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য]

The post নিজের মাকেই গুলি করে খুন মদ্যপ ছেলের, শোরগোল চুঁচুড়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement