দেবব্রত মণ্ডল, বারুইপুর: হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে প্রৌঢ়কে খুন নরেন্দ্রপুরে। জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। রাস্তার ধারের খেত থেকে প্রৌঢ়র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশে পড়েছিল রক্তমাখা হাতুড়িটি। তদন্ত শুরু করেছে পুলিশ।
নাম সুফল নস্কর। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে জমিতে সার দিতে গিয়েছিলেন তিনি। এলাকার বাসিন্দারাও তাঁকে দুপুর অবধি জমিতে সার দিতে দেখেন। এরপরই রহস্যজনকভাবে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় ছিল আঘাতের চিহ্ন। পাশে হাতুড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতের আত্মীয়দের দাবি, হাতুড়ি নিয়ে মাঠে যাননি সুফলবাবু। তাহলে কি খুনের উদ্দেশ্যেই আততায়ীরা হাতুড়ি নিয়ে এসেছিল?
[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]
মৃতের পরিবারের দাবি, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি চলছিল সুফলবাবুর পরিবারের। সেই অশান্তির জেরেই এই ঘটনা বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। যদিও খুনের মোটিভ নিয়ে পুলিশ এখনও মুখ খোলেনি। সমস্ত দিক খতিয়ে দেখছে তারা। কে বা কারা এই ঘটনা ঘটাল তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘ছেলে জড়িত হলে কড়া শাস্তি হোক’, বলছেন ধৃত জয়দীপের বাবা]
