অরিজিৎ গুপ্ত, হাওড়া: বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। শনিবার সকালে চ্যাটার্জিহাটের কাশীনাথ চ্যাটার্জি লেনের একটি বাড়ির ঘর থেকে ওই ব্যক্তির দেহ পাওয়া যায়। মৃত ওই প্রৌঢ়ের নাম জয়ন্ত চৌধুরী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে তাঁকে এলাকায় দেখা যায়নি বলে প্রাথমিক খবর।
আজ, শনিবার সকালে চ্যাটার্জিহাটের কাশীনাথ চ্যাটার্জি লেনে পচা গন্ধ ছড়িয়েছিল। ওই বন্ধ ঘর থেকেই দুর্গন্ধ আসছিল, এমনই মনে করেন বাসিন্দারা। স্থানীয়রাই পুলিশে খবর দেয়। পুলিশ এলাকায় গিয়ে দরজা ভেঙে ওই ঘরের ভিতর ঢোকে। দেখা যায় ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন জয়ন্ত চৌধুরী। মৃতদেহে পচনও ধরেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দিন ৩-৪ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি একা থাকতেন। একা থাকার জন্য অবসাদ ও অসুস্থতা থেকেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
পুলিশ জানায়, ২০২০ সাল থেকে কাশীনাথ চ্যার্টাজি লেনের নিমতলা এলাকার ওই বাড়িতে একাই থাকতেন জয়ন্ত। বছর ১৫ আগে বিবাহবিচ্ছেদের পর ওই ব্যক্তির স্ত্রী ও কন্যা কলকাতার নেতাজি নগরে আলাদা থাকেন। জয়ন্তের বাবার মৃত্যুর পর মা তাঁর দিদির বাড়িতে থাকতেন। তিনি বীমা সংস্থায় কাজ করতেন। পাড়ার লোকজনের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না। পুলিশ জানায়, দেহটি উদ্ধারের পর পরিবারের লোকজনদের খবর দেওয়া হলেও কেউ দেহ নিতে রাজি হননি। সন্ধ্যা পর্যন্ত জয়ন্তর দেহ নেয়নি তাঁর পরিবারের লোকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ মনে করছে, পরিবার থেকে বিচ্ছিন্ন ওই ব্যক্তি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। গত এক সপ্তাহ ধরে ওই ব্যক্তিকে বাড়ির বাইরে বেরোতে না দেখে সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের।
